![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে দেশের সবচেয়ে বড় কুলাঙ্গার আখ্যায়িত করে বিশিষ্টজনরা বলেছেন, দেশের সবচেয়ে বড় কুলাঙ্গার হিসেবেই দেশের মানুষ চেনেন তারেক রহমানকে। গন্ডমূর্খ-অর্বাচীন-নরঘাতক এই তারেক রহমান দুর্নীতি-হত্যা-অর্থপাচারের অভিযোগে প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে পালিয়ে রয়েছেন। পালিয়ে বিদেশের মাটিতে বসে ঐ কুলাঙ্গার যতই বাগাড়ম্বর করুক না কেন, ২১ আগস্ট মানুষ হত্যা, দুর্নীতি ও অর্থপাচারের দায় থেকে সে বাঁচতে পারবে না। তার বিচার হবেই এবং রায়ও কার্যকর হবে। লন্ডনে বসে অর্বাচীন ইতিহাস বিকৃতির এক মহোৎসব এ মেতেছেন তারেক, তার সঙ্গে আছেন মীরজাফর রুপি ব্যারিস্টার অসীম কুমার, ডঃ এ কে এম মালিক, ডঃ এম আব্দুল মুমিন, কলামিস্ট জগলুল হুসাইন, মাহিদুর রাহমান, ব্যারিস্টার তারেক বিন আজিজ, মাহদি আমিন, নসরুল্লাহ খান জুনায়েদ প্রমুখ। জামায়াতি অর্থে লন্ডনে ব্যারিস্টারি পড়া এই সব ব্যক্তিরা অক্ষরজ্ঞানহীন তারেকের মুরিদ হয়ে বাংলাদেশের বিরুদ্দে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তারা চায় ইরাকের আলাবির মত একটি দালাল সরকার প্রতিষ্ঠা করতে। তখন তাদের সুখের সিমা থাকবে না। দেশের মানুষ চেনে কে এই তারেক। দেশে থাকতে তিনি হাওয়া ভবন নামে দুর্নীতির একটি আখড়া তৈরি করেছিলেন। প্রধানমন্ত্রীর মন্ত্রনালয়ে একটি প্রশাসন চালু করে মিঃ ১০% পরিচিতি পেয়েছিলেন। ১০ট্রাক অস্ত্র আমদানির নায়ক এই তারেক উলফা নেতা অনুপ চেটিয়ার সাথে মিলে দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্য করেছিলেন। মাফিয়া ডন দাউদ ইব্রাহিম এর সাথে বৈঠক করে অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিলেন এই তারেক জিয়া। লন্ডনে তার আড়াই হাজার পাউন্ডের বাসাভাড়া পরিশোধ করে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই, বাংলাদেশের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির যে তথ্য মাঝে মাঝে তারেক জিয়া পরিবেশন করেন, তা আইএসআই গোয়েন্দাদের লিখিত, তারেক জিয়া তার পাঠক। ৭১-এর পরাজিত শক্তির দোসর বিএনপি-জামায়াত জোট লন্ডনে বসে দেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। সে জন্য তারেক জিয়া এবং তার দোসরদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা অতি জরুরি। এনটিভি তারেক জিয়ার মিথ্যা বুলি প্রচার করে দেশে দাঙ্গা বাধাবার চেষ্টা করছে। ২০১৩ সালে দিগন্ত টিভি, ইসলামিক টিভি দেশে দাঙ্গাবাধাবার চেষ্টা করে, সরকার তড়িৎ ব্যবস্থা গ্রহণ করায় দেশ নিরাপদ হয়। ঠিক তেমনি এনটিভি, আর টিভির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অতি জরুরি। আমাদের মুক্তিযুদ্ধ একটি মীমাংসিত বিষয়, জাতির জনক, জাতীয় পতাকা এই সব বিষয় ইতিহাসে নির্ধারিত হয়ে গেছে। তারেক জিয়া ইতিহাসের সেই সব বিষয় নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা পাগলের প্রলাপ বৈ অন্য কিছু নয়।
©somewhere in net ltd.