![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারুণ্য এখন বাংলাদেশের প্রাণস্পন্দন। তারুণ্যের মেধা, শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ সৃষ্টিই বর্তমান সরকারের অভিষ্ট লক্ষ্য। তথ্য প্রযুক্তির অমিত সম্ভাবনার সর্বোচ্চ সুযোগ কাজে লাগিয়ে সমৃদ্ধ স্বদেশ সৃষ্টির জন্য সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ওয়াই-ফাই জোন প্রতিষ্ঠা করা হচ্ছে। পাশাপাশি সারা দেশে ইন্টারনেট সেবাকে আরো সহজলভ্য করতে উপজেলা পর্যায়েও অপটিক্যাল ফাইবার কেবল সংযোগ স্থাপনের কাজ চলছে। তাছাড়া আউটসোর্সিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের উপার্জনক্ষম করে তোলার জন্য আইসিটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করছে সরকার। স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে তেমনি বর্তমান সরকার চায় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, সারা দেশ স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করুক। তথ্য-প্রযুক্তির সুবাতাস সবার কাছে পৌঁছে দিতে সকল বিদ্যাপীঠের শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করবে বলে সরকারের এমন উদ্যোগকে সাধারণ জনগণ স্বাগত জানায়।
©somewhere in net ltd.