নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

সম্প্রচার মাধ্যমকে একটি সুনির্দিষ্ট নিয়মনীতির মধ্যে পরিচালনা করা ও মানোন্নয়নের স্বার্থেই জাতীয় সম্প্রচার নীতিমালা করেছে সরকার

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩

সম্প্রচার মাধ্যমকে একটি সুনির্দিষ্ট নিয়মনীতির মধ্যে পরিচালনা করে এর মানোন্নয়নের স্বার্থেই জাতীয় সম্প্রচার নীতিমালা করেছে সরকার। সম্প্রচার নীতিমালার আলোকে সম্প্রচার কমিশনও গঠন করা হবে। এটা নিয়ে এখন তোলপাড় চলছে। অনেকে এর বিরোধিতা করছে। সাংবাদিকরাই একটা নীতিমালার কথা বলেছিল। এখন একদল এর বিরোধিতা করছে। সব কিছুরই নীতিমালা দরকার। সবাইকে সমাজের কাছে দায়বদ্ধ থাকতে হবে। অধিকার যেমন ভোগ করবেন, অন্যের অধিকারও সংরক্ষণ করতে হবে। সম্প্রতি সম্প্রচার নীতিমালার অনুমোদন করে গেজেট প্রকাশ করেছে সরকার। তবে এ নীতিমালার বিরোধিতা করেছে সম্পাদক পরিষদসহ সাংবাদিকদের কয়েকটি সংগঠন। সরকার এফডিসিকে ডিজিটাল করার উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া সিনেমা হলগুলোর আধুনিকায়ন করার নির্দেশ দিয়েছেন। চলচ্চিত্র শিল্প বিকাশের জন্য সবাইকে এগিয়ে আসা উচিত। টেলিভিশন ও দেশের সব প্রচার মাধ্যমের দ্রুত বিকাশের লক্ষ্যে সুষ্ঠু পরিকল্পনার প্রয়োজন। একটি দেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সারা বিশ্বে ছড়িয়ে দিতে এ দুটি গণমাধ্যমের তাৎপর্যপূর্ণ অবদান রয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.