![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের লেখা বই নিয়ে বিএনপিতে তোলপাড় শুরু হয়েছে। দলের ভেতর থেকেই তার এ বই নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ইতোমধ্যে বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন ডিগবাজি, আদর্শহীন ও দলছুট নেতার বইয়ে বিএনপির কিছু যায় আসেনা। এ ছাড়া দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনও মওদুদ আহমদের সমালোচনা করেছেন। এদিকে বইয়ে সত্য উদঘাটনের জন্য মওদুদ আহমদকে আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদও জানানো হয়েছে। আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এ সম্পর্কে বলেন, এতদিন ধরে আওয়ামী লীগ বিএনপি সম্পর্কে যে অভিযোগ করে আসছে মওদুদের বইয়ে সেই সত্য স্বীকার করে নেয়া হয়েছে। অবশ্য বিএনপি নেতাদের সমালোচনার জবাবে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, তার লেখা এ বই দলের বিরুদ্ধে নয়। দলের সংশোধনীর জন্য লেখা হয়েছে। বইটি বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের জন্য। এ বইয়ের বিষয়বস্তু ২০০৮ সালের নির্বাচন নিয়ে। বইয়ে দেখানো হয়েছে মঈনউদ্দিন, ফখরুদ্দীন সরকার কিভাবে বিএনপির ওপর নির্যাতন করেছে। তিনি এতে দাবী করেন দলীয় অভিব্যক্তি থেকে এ ধরনের বই লেখেননি। বইয়ে যেসব অভিব্যক্তি তুলে ধরা হয়েছে সবই তার ব্যক্তিগত অভিমত। রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে এ বই লিখেছেন। গত শনিবার সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যাবিস্টার মওদুদ আহমদের লেখা বাংলাদেশ ইমারজেন্সি এ্যান্ড দ্য আফটার ম্যাথ: ২০০৭-২০০৮ শিরোনামে বই প্রকাশিত হয়। বইয়ে ব্যারিস্টার মওদুদ আহমদ উল্লেখ করেন জামায়াত, হাওয়া ভবন, জঙ্গীবাদ ও দুর্নীতিই বিএনপির পরাজয়ের অন্যতম কারণ। খালেদা জিয়ার কাছে ওই সময় তার দু’সন্তান তারেক রহমান ও কোকোর ভাগ্য ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত ছাড়া তিনি কোন প্রকার আলোচনায় যেতে রাজি ছিলেন না। নানা চাপেও তিনি তাদের মুক্তির বিষয়ে অনড় ছিলেন। সে সময়ে দেশের মানুষের নেত্রী, বিএনপি চেয়ারপার্সন কিংবা একজন রাজনীতিবিদের চেয়েও মা হিসেবে দুই সন্তানের মুক্তির বিষয় নিয়ে উদ্বিগ্ন ছিলেন খালেদা জিয়া। তিনি উল্লেখ করেন অতিরিক্ত জামায়াত প্রীতির কারইে বিএনপি নির্বাচনে পরাজিত হয়। এ ছাড়াও হাওয়া ভবন, জঙ্গীবাদ ও দুর্নীতিও এর পেছনে বড় ভূমিকা পালন করেছে। ফলে নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নীরব বিপ্লব হিসেবে উল্লেখ করেন। মওদুদের বই বিএনপির দুর্গে বারুদের বিস্ফোরণ বলে মনে করেন রাজনৈতিক যোদ্ধারা।
©somewhere in net ltd.