নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

বিলেতি প্রভাবে মাফিয়া ডন তারেক রহমান

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭





বিলেতের নির্বাসিত নিরাপদ জীবনে বসে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ইতিহাসের মিমাংসিত সত্যকে প্রশ্নবিদ্ধ করেই কেবল থামছেন না। ব্যর্থতার গ্লানিতে ডুবন্ত মানুষের যন্ত্রণাবিদ্ধ তিক্ততা নিয়ে ক্ষত-বিক্ষত হৃদয়ে প্রতিহিংসার বিষাক্ত তীর আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে ছুঁড়তে গিয়ে খোদ বাংলাদেশের হৃদয়েই বিষাক্ত ফলা বিঁধছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেকে নিয়ে শিষ্টাচারের সীমা লঙ্ঘনের চূড়ান্ত পর্যায়ে আছেন। তারেক রহমান নিরাপদে থেকে দায়িত্বহীন বক্তৃতার তুড়ি বাজালেও বিপদে পড়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপি। মুখ থুবড়ে পতিত হতাশার চাদরে ঢাকা বিএনপিকে টেনে তোলা তো দূরে থাক মামলার খড়গ মাথায় নিয়ে স্বয়ং বিপন্ন বিএনপি নেত্রী খালেদা জিয়া। তারেক রহমানের ফাঁকা গোল তথা বুলি বিএনপির বুকেই বিঁধছে। আর এটাই হচ্ছে বিএনপির কৌশলের রাজনীতিতে আরেকটি আসন্ন পরাজয়ের নেপথ্য কারণ। বিএনপি প্রেমিরা মামলা-মোকদ্দমা লড়ছেন, দলকে বাঁচিয়ে রাখার এবং সংগঠিত করার জন্য। অথচ দলের লাখো নেতা-কর্মীর বাস্তবিক করুণ অবস্থা বিবেচনায় না নিয়ে বিলেতের অভিজাত এলাকায় বাস করা বিএনপির তারেক রহমান একদল আজ্ঞাবহ নতুন-পুরনোদের নিয়ে কদিন পরপর দলীয় কর্মীদের ডেকে সভা-সেমিনারের নামে উন্নাসিক হঠকারী ও বিভ্রান্তিমূলক অবাস্তব প্রতিহিংসার শব্দচয়নে গাঁথা বক্তৃতা দিচ্ছেন। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে আয়োজিত ‘স্ট্রাটেজি ফর এ প্রসপারাস বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে দেওয়া তারেক রহমানের বক্তব্য বাংলাদেশের হৃৎপিণ্ডকে বিষাক্ত তীরের ফলার মতো ক্ষত-বিক্ষত করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এমনভাবে কটাক্ষ করেছেন যে পাকিস্তানের পরাজিত শক্তিও এমন উন্নাসিক দায়িত্বহীন মিথ্যাচার করার সাহস দেখায়নি। আর তার এই যুক্তিহীন কথাই এখন বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বলা হচ্ছে শুধু তারেক রহমানের কারণেই বিএনপি পথ হারা যাযাবরদের দল হয়ে পড়েছে। আসলে দীর্ঘদিন ধরে লন্ডনে থাকায় কথা বলার স্টাইলে পরিবর্তন এসেছে ঠিকই তবে সে এখন হয়েছে বিলেতি প্রভাবে মাফিয়া ডন তারেক রহমান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.