নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

ক্রমবর্ধমান বিদ্যুত চাহিদা মেটাতে নতুন করে ৪ লাখ ৮০ হাজার সোলার সিস্টেম স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

নতুন করে ৪ লাখ ৮০ হাজার সোলার সিস্টেম স্থাপনে সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এজন্য সংস্থাটির সঙ্গে ৭ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার ঋণচুক্তি করেছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকারী প্রতিষ্ঠান ইনফ্রাসটাকচার ডেভেলপমেন্ট কোম্পানি। এর মধ্য দিয়ে এ অর্থবছর ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হলো। এর ফলে গ্রামের মানুষরা এখন রাত ১০টা পর্যন্ত জেগে থেকে নিজেদের কাজকর্ম করতে পারছে। শিক্ষার্থীরা রাতের বেলা সৌর বিদ্যুতের আলোয় পড়ালেখা করতে পারছে। বিদ্যুত উৎপাদনে সরকারের যে লক্ষ্য রয়েছে তা পূরণে ব্যাপক ভূমিকা রাখছে এ প্রকল্পটি। এর মাধ্যমে গ্রামের মানুষরা বিদ্যুত সুবিধার আওতায় এসেছে। তাদের জীবনে পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। এসব বিবেচনায় বিশ্বব্যাংক অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে সহযোগিতা দিচ্ছে। ক্রমবর্ধমান বিদ্যুত চাহিদা মেটাতে নতুন বিদ্যুত উৎপাদনের ক্ষেত্রে সরকার নবায়নযোগ্য বিকল্প জ্বালানি উৎস হতে বিদ্যুত সরবরাহের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। এর ফলে বিদ্যুতের উপর যেমন চাপ কম পড়বে তেমনি নির্মল পরিবেশ বজায় থাকবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.