![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদ-উল-আযহা উপলক্ষে ২৪ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে দুই টাকা, পাঁচ টাকা, ১০ টাকা ও ২০ টাকার নতুন নোট। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ঢাকাসহ দেশের বাণিজ্যিক ব্যাংকের ৪৭টি শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় কার্যক্রম শুরু হবে। উৎসব এলেই নতুন টাকার চাহিদা বাড়ে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ছাড়াও সারাদেশে বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখার থেকে গ্রাহকরা নতুন টাকা পাবে। কেউ যেন নতুন টাকা থেকে বঞ্চিত না হয়, সেজন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ তদারকি থাকবে। জালনোট ধরতে বিশেষ নজরও রাখা হবে। প্রতিটি শাখায় জালনোট ধরতে ব্যাংকগুলো মেশিন দিয়ে চেক করবে এবং মনিটরিংও করবে। জালনোট রোধে পণ্য ক্রয়ে নগদ টাকার পরিবর্তে কার্ড ব্যবহার করতে বলা হয়েছে। টাকা বদলানোর সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে চারটি বিশেষ কাউন্টার খোলা হচ্ছে। এর মধ্যে একটি থাকবে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারি চাকরিজীবী, মুক্তিযোদ্ধা এবং বয়স্কদের জন্য। এছাড়া রাজধানীর ১৯টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকে নতুন নোট বদলে দেয়া যাবে। এজন্য রাজধানীতে ২০টি এবং বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে ২৭টি ব্যাংকের শাখায় বিশেষ ব্যবস্থায় নোট বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এসব শাখায় প্রতিদিন ১১ লাখ নতুন টাকা সরবরাহ করা হবে। রোজার ঈদে যেসব শাখায় নতুন টাকা সরবরাহ করা হয়েছে এবারও সেসব শাখায় নতুন টাকা পাওয়া যাবে। এর ফলে গ্রাহকের ভোগান্তি কমবে।
©somewhere in net ltd.