![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ যেসব সাফল্য অর্জন করেছে তা দক্ষিণ এশিয়ার অনেক দেশই করতে পারেনি। এটি নিঃসন্দেহে আমরা যারা দেশকে ভালোবাসি তাদের জন্য অবশ্যই গৌরবের। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগোযোগ ভৌত অবকাঠামো বিদ্যুত, জ্বালানী খনিজসম্পদ, নারীর ক্ষমতায়ন বড় বড় দুইটি বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর সদ্য সমাপ্ত অর্থবৎসরে ৬.০৩ জিডিপি অর্জনসহ মানবসম্পদ উন্নয়ন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, ২ হাজার দুইশত কোটি ইউএস ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ প্রায় প্রত্যেকটি সূচকেই যে সাফল্য অর্জন করেছে তা সত্যি প্রশংসার দাবিদার। এই প্রেক্ষিতে দেশি-বিদেশী অনেক অর্থনীতিবিদ, বিশ্বব্যাংক জাতিসংঘ, বিভিন্ন দাতাগোষ্ঠীর প্রতিনিধিরা মনে করছেন যে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে ২০২১ সালের আগেই বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার সম্ভবনা খুবই উজ্জল। সেই কারণেই হয়তো জাতিসংঘ এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে বাংলাদেশকে মডেল হিসেবে তুলে ধরতে চায় জাতিসংঘ। দারিদ্র্য বিমোচন, শিক্ষার হার বৃদ্ধি, মা ও শিশু মৃত্যুর হার হ্রাস, জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় ইতিবাচক পদক্ষেপ গ্রহণ প্রভৃতি বিষয়ে সাফল্যের কারণে জাতিসংঘের কাছে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে। এজন্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মডেল দেশ হিসেবে বাংলাদেশকেই বিশ্বের দরবারে তুলে ধরতে চায় জাতিসংঘ। সাম্প্রতিক সময়ে জাতিসংঘের কাছে বাংলাদেশের গুরুত্ব যে বেড়েছে এসব তা বিভিন্ন সংবাদপত্র ও মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন থেকেই অনুমান করা যায়। বাংলাদেশ ইতোমধ্যেই এমডিজি অর্জনেও সফল হয়েছে। এ ছাড়া চলতি বছর মানব উন্নয়ন সূচকে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। শিশুমৃত্যু হার কমিয়ে আনার ক্ষেত্রে সাফল্যের জন্য ইতোমধ্যেই বাংলাদেশ এমডিজি পুরস্কার পেয়েছে। এই সময়ে শিশুমৃত্যুর হার কমেছে, গড় আয়ু বেড়েছে এবং রোগ নিয়ন্ত্রণে দারুণ অগ্রগতি হয়েছে। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, শিশু মৃত্যুহার হ্রাস, শিক্ষা ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের সাফল্য এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশ্বের অনেক উন্নয়নশীল দেশকে পেছনে ফেলে বাংলাদেশ এমডিজি লক্ষ্য অর্জনে এগিয়ে রয়েছে। আগামী ২০১৫ সালের আগেই এমডিজির সব লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় বর্তমান সরকার। উন্নয়ন অগ্রগতির অংশ হিসেবে বাংলাদেশ ২০১০ সালে শিশু মৃত্যুহার হ্রাসে সাফল্য অর্জন করায় জাতিসংঘ এমডিজি পুরস্কার পেয়েছে। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। আমাদের প্রিয় দেশ বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। অচিরেই বাংলাদেশ চাল রপ্তানী দেশে পরিনত হবে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে খুব শিগ্রই বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধি, উন্নত দেশে পরিণত হবে।
©somewhere in net ltd.