নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে এবং মহৎ পেশার দায় মেটাতে বর্তমান সরকারের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে বিশেষ অনুদান

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬

সাংবাদিকতা একটি মহৎ পেশা। মহৎ পেশার মহৎ দায়ভার। আর সেই মহৎ দায় মেটাতে ব্যস্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ২০০৯ সাল থেকে ৪ সেপ্টেম্বর ২০১৪ পর্যন্ত মোট ২৮ হাজার ৬১৯ জন দুস্থ ও অসহায় সাংবাদিককে মোট ১৯৮ কোটি ৯৮ লাখ এক হাজার ৭৯৯ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। ২০০৯ সালে দুই হাজার ৪৭১ জন সাংবাদিককে ৬ কোটি ৩৬ লাখ ৮০ হাজার ২২৮ টাকা অনুদান দেয়া হয়। ২০১০ সালে তিন হাজার ৬৪৫ জনকে দেওয়া হয় ৯ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৪২৪ টাকা, ২০১১ সালে ৩ হাজার ৩৩২ জনকে দেওয়া হয় ৮ কোটি ৫৮ লাখ ৬৯ হাজার ৯০ টাকা, ২০১২ সালে ৩ হাজার ৩০৯ জনকে দেওয়া হয় ১৯ কোটি ৯ লাখ আট হাজার ৯৪৫ টাকা। ২০১৩ সালে ১০ হাজার ৪৩৭ জনকে দেওয়া হয় ৯৫ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬৯০ টাকা এবং ৪ সেপ্টেম্বর ২০১৪ সাল পর্যন্ত ৫ হাজার ৪২৫ জনকে দেওয়া হয়েছে ৬০ কোটি ৩২ লাখ ৪৩ হাজার টাকা। তাছাড়া সাংবাদিক সহায়তা ভাতা নীতিমালা অনুদান-২০১২ প্রণীত হওয়ার পর তথ্য মন্ত্রণালয় অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের অনুকূলে ২০১১-১২ অর্থ বছরে ৬১ জনকে ৫০ লাখ, ২০১২-১৩ অর্থ বছরে ১৮৫ জন সাংবাদিককে ১ কোটি, ২০১৩-১৪ অর্থ বছরে ১৮১ জনকে ১ কোটি ১০ লাখ অর্থাৎ অর্থ্যাৎ মোট ৪২৭ জন সাংবাদিককে সর্বমোট ২ কোটি ৬০ লাখ টাকার আর্থিক সহায়তা ভাতা/অনুদান প্রদান করেছেন বর্তমান সরকার। সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকারের এমন অনুদান সত্যিই প্রশংসার দাবীদার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.