নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

সরকারের ডিজিটালাইজড দেশ গড়ার স্বপ্ন সুগম হচ্ছে। এখন থেকে ট্রেনের অবস্থান, বিলম্ব সময়সহ প্রয়োজনীয় তথ্য ঘরে বসেই অনলাইনে জানা যাবে

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০৯









ঈদে বাড়ি ফেরা মানুষের যত টেনশন। টিকিট কেনার পর টেনশনটা আরো বেশি। ট্রেনের সিডিউল পরিবর্তন হলে হয়তো অনেকেই বিষয়টি জানতে পারেন না। তবে এখন থেকে আপনার টেনশন মুক্ত করে দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আপনি ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করছেন অথচ ট্রেনের খবরই নেই। এখন থেকে ট্রেনের জন্য ষ্টেশনে গিয়ে বসে থাকতে হবে না। মোবাইলের এসএমএসের মাধ্যমে জিপিএস সিস্টেমে জানা যাবে আপনার ট্রেনটি এখন কোথায় আছে। বাংলাদেশ রেলওয়ে তিনটি মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংকে সাথে নিয়ে ট্রেনের অবস্থান জানাতে বিশেষ জিপিএস ব্যবস্থা গ্রহণ করেছে। জিপিআরএসের মাধ্যমে ট্রেন ট্র্যাকিং করতে এ পর্যন্ত অর্ধশতাধিক ইঞ্জিনে বসানো হয়েছে বিশেষ ডিভাইস। এটি দিয়েই স্যাটেলাইটের মাধ্যমে নজরদারিতে রাখা হচ্ছে ট্রেন। জিপিএস এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে ট্রেনটি কোথায় আছে। ফিরতি মেসেজে জানিয়ে দেয়া হবে আপনার ট্রেনের অবস্থান। ফলে আপনাকে স্টেশনে গিয়ে ঘন্টার পর ঘন্টা আর অপেক্ষা করতে হবে না। মোবাইল ফোনে TR লিখে স্পেস দিয়ে ট্রেনের নাম বা কোড লিখে 16318 নম্বরে ম্যাসেজ পাঠালেই ফিরতি ম্যাসেজে পাওয়া যাবে ট্রেনের অবস্থান, বিলম্ব সময়সহ প্রয়োজনীয় তথ্য। এ বছরেই অনলাইনেই এই সেবা দেয়ার পরিকল্পনা আছে বাংলাদেশ রেলওয়ের। এ সুবিধা চালু হলে রেলওয়ের ওয়েবসাইট থেকেই যাত্রীরা জানতে পারবে ট্রেনের সব তথ্য।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.