![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশকে নতুন করে এক শ কোটি ডলারের ঋণ সহায়তা দেয়ার জন্য আশ্বাস দিয়েছে ভারত। এছাড়া তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টন চুক্তি সম্পন্ন করতে পূর্বের প্রতিশ্রুতিতে অটল রয়েছে দেশটি। একই সঙ্গে আন্তঃনদী সংযোগ প্রকল্প নিয়ে বাংলাদেশের জন্য ক্ষতিকর হয় এমন কোন পদক্ষেপ না নেয়ারও আশ্বাস দিয়েছে ভারত। অপরদিকে স্থল সীমানা চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াও চলমান রয়েছে। যৌথ ইশতেহারে ৩৬ বিষয়ে একমত হয়েছে উভয় দেশ। যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে অনিষ্পন্ন বিষয়াদিসহ সীমান্ত হত্যাকাণ্ড কমাতে নিরাপত্তা সহযোগিতা ও সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা, বাণিজ্য ও উন্নয়ন, আঞ্চলিক ও উপ+-আঞ্চলিক, জনসংযোগ ও সাংস্কৃতিক বিনিময়, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ সহযোগিতা বিষয়ে আলোচনা হয়। পানিবণ্টন সংক্রান্ত বিষয়ে তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির সুষম বণ্টন, যৌথ নদী কমিশনের পরবর্তী বৈঠক অনুষ্ঠানের বিষয়গুলো উত্থাপন করে বাংলাদেশ। এছাড়া বিমসটেক, সার্ক, বিসিআইএম-ইকোনমিক করিডর প্রভৃতির আওতায় আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে জেসিসি বৈঠকে আলোচনা হয়। একইসঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে দুই দেশের মধ্যকার সমঝোতা বৃদ্ধির বিষয়গুলোও আলোচিত হয়। উভয় দেশই পানি ব্যবস্থাপনার বিষয়ে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে একমত হয়েছে। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এটি একটি ভালো খবর।
©somewhere in net ltd.