নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফলে সহযোগিতার নিদর্শন স্বরূপ শীঘ্রই ১৫ প্রকল্পে বিনিয়োগ করছে চীন

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩

শীঘ্রই বাংলাদেশে ৬ বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে চীন। ১৫ প্রকল্পে এ অর্থ ব্যয় করা হবে। চীন-বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফলে সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে এটি করছে। প্রস্তাবিত ১৫ প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গঙ্গা ব্যারাজ প্রকল্প। যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতুর পাশে রেল সেতু নির্মাণ প্রকল্প। তথ্যপ্রযুক্তি খাতের ইনফো সরকার-২ প্রকল্প। এছাড়া রয়েছে বিদ্যুত খাতের আওতায় প্রি-মিটারিং প্রকল্প, আধুনিক ট্রান্সফরমার ক্রয় প্রকল্প, এস্টাবলিশমেন্ট অব ফোর টিয়ার ন্যাশনাল ডাটা সেন্টার প্রকল্প, চট্টগ্রাম রিফাইনারী স্থাপন প্রকল্প। দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রাকৃতিক পরিবর্তনজনিত বিরূপ পরিস্থিতি মোকাবেলার জন্য গঙ্গা ব্যারাজ প্রকল্প নির্মাণের পরিকল্পনা করে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন হলে গঙ্গানির্ভর নদীর পানি প্রবাহ বৃদ্ধি পাবে। শুষ্ক মৌসুমে চাহিদা অনুযায়ী এলাকার নদীগুলোর মধ্যে পানি সরবরাহ নিশ্চিত করা যাবে। ঐ এলাকার বিশাল অঞ্চলে সেচের ব্যবহার নিশ্চিত করা যাবে। এছাড়া মূল ব্যারাজ ও গড়াই অফটেক স্ট্রাকচারে ১১৩ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করা সম্ভব হবে। এছাড়া সেচ সমস্যা সমাধান হওয়ায় এ এলাকায় ২৫ লাখ মেট্রিক টন ধান বেশি উৎপাদন হবে। অতিরিক্ত মাছ উৎপাদন হবে বাৎসরিক আড়াই লাখ মেট্রিকটন। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ অনেকাংশে উপকৃত হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.