নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

জনগণকে উন্নততর চিকিৎসা সেবা পৌঁছে দিতে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে সাড়ে সাতশ বেডের সুপার স্পেশালাইজড হাসপাতালে রুপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সাড়ে সাতশ বেডের সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের পেছনে বর্তমান প্রশাসনের আমলে প্রাপ্ত ১২ বিঘা জায়গায় কোরিয়ান সরকারের সহায়তায় হাসপাতালটি নির্মিত হবে। এটি চালু হলে গরিব ও সাধারণ রোগীর জন্য বিশ্ববিদ্যালয়ের ১৫শ শয্যাই বিনা ভাড়ার বিছানা করে দেয়া সম্ভব হবে। জাতির জনকের নামে প্রতিষ্ঠিত মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রোগী এসে যেন সন্তুষ্টির সঙ্গে ফিরে যেতে পারেন তার জন্য সকল ধরনের ব্যবস্থা করা হচ্ছে। রোগী যেখানে সঠিক চিকিৎসা সেবা পেয়ে থাকেন সেখানেই ভিড় করেন। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এমনি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। যার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না, সেই বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত এই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে আসা রোগীদের সেবা প্রাপ্তির বিষয়ে আশা-আকাঙ্ক্ষা স্বাভাবিকভাবেই একটু বেশি থাকবে। রোগী এখানে এসে যেন সঠিক চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে সন্তুষ্টির সঙ্গে বাড়ি ফিরে যেতে পারেন, এজন্য এই বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের সকল শিক্ষক, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও কর্মচারী রোগীর সঙ্গে যেন আন্তরিকতার সঙ্গে ভাল ব্যবহার করেন সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের পাশাপাশি সেদিকে সবার নজর থাকতে হবে। তাতে করে সেবার মান বৃদ্ধিসহ চিকিৎসা ক্ষেত্রে উন্নতি সাধন হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.