নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

আট জেলায় নতুন নয়টি সেতু নির্মাণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চারের লক্ষে কাজ করছে সরকার

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০১

নরসিংদী, মানিকগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খুলনা ও মাগুরা জেলায় একটি করে এবং গাইবান্ধা জেলা ২টি সহ মোট নয়টি সেতু নির্মাণ করবে সরকার। পল্লী অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করার লক্ষ্যেই অগ্রাধিকারের ভিত্তিতে নয়টি সেতু নির্মাণ করবে সরকার। সারা দেশের গুরুত্বপূর্ণ সেতুগুলো নির্মাণের পরিকল্পনায় অগ্রাধিকার ভিত্তিতে একশ মিটারের অধিক দীর্ঘের সেতুগুলোর হাইড্রোলজিক্যাল ও মরফোলজিক্যাল স্টাডি করার নির্দেশনা দিয়েছে সরকার। তাছাড়া সারাদেশে আরও ২৭টি সেতুর হাইড্রোলজিক্যাল ও মরফোলজিক্যাল সমীক্ষার কার্যক্রম চলছে। সমীক্ষার কার্যক্রম হলে সেগুলো নির্মাণের লক্ষ্যে পুনরায় প্রকল্প গ্রহণ করবে সরকার। প্রকল্পটি জানুয়ারি ২০১৫ থেকে ডিসেম্বর ২০১৭ মেয়াদে বাস্তবায়ন হবে। সরকারের এমন উন্নয়ন প্রকল্পে সেতুগুলো নির্মাণের মাধ্যমে নদীর দু’পাশে সংযোগ স্থাপিত হবে এবং জনগণের যানবাহন খরচা কমে আসার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে এবং জনগণের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.