নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

ঈদুল আযহা ও দুর্গাপূজাকে সামনে রেখে নিত্যপণ্যের দর স্বাভাবিক রাখতে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩

ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে নিত্যপণ্যের দর স্বাভাবিক রাখতে সারা দেশে খোলাবাজারে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটি ১৭৫টি ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে এই পণ্য বিক্রি করছে। তাদের এই কার্যক্রম ২রা অক্টোবর পর্যন্ত চালানো হবে। পবিত্র রমজান মাসের মতো বর্তমানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে টিসিবি চিনি, সয়াবিন, মসুর ডাল বিক্রি করছে। প্রতিটি ট্রাকে বরাদ্দ রয়েছে ৬০০ কেজি চিনি, ২০০ থেকে ৫০০ লিটার পেট বোতল সয়াবিন তেল, খোলা বাজারে ক্রেতারা এই পণ্যগুলো কেজিপ্রতি চিনি ৪৩ টাকা (সর্বোচ্চ ৪ কেজি), সয়াবিন তেল প্রতিলিটার ১০৭ টাকা (সর্বোচ্চ ৫ লিটার), নেপালি মসুর ডাল কেজিপ্রতি ১০৩ টাকা ও তুরস্ক কিংবা কানাডার ডাল কেজিপ্রতি ৬৫ টাকা (সর্বোচ্চ ৩ কেজি) ক্রেতারা কিনতে পারবেন। সারা দেশে বিক্রি হওয়া ট্রাকগুলোর মধ্যে ঢাকাতে ২৬টি, চট্টগ্রামে ১০টি, বিভাগীয় শহরে ৫টি করে এবং বাকি জেলা শহরগুলোতে ২টি করে রয়েছে যারা ক্রেতাদের ঐ নির্ধারিত পণ্যগুলো সরবরাহ করবেন। টিসিবির কাছে এসব পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজাকে সামনে রেখে নিত্যপণ্যের দর স্বাভাবিক রাখতে এই কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ধনাঢ্য ব্যক্তিদের পাশাপাশি গরীব দুঃস্থরা ও সবাই যাতে ভালো ভাবে আনন্দ সহকারে ঈদুল আযহা ও দুর্গাপূজা পালন করতে পারে এটাই সরকারের উদ্দেশ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.