নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মাঝে ভিশন ২০২১ এর স্বপ্ন ছড়ালেন মাননীয় প্রধানমন্ত্রী। সরকারের এমন প্রত্যাশা বাস্তবায়নে গড়ে উঠবে আমাদের সোনার বাংলা, পূরণ হবে আমাদের স্বপ্ন

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার যে স্বপ্ন তা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতাদের সামনে তুলে ধরলেন মাননীয় প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিছু সাধারণ মূল্যবোধ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্টতায় প্রোথিত। আর সেই মূল্যবোধগুলো হচ্ছে শান্তি, গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতা। এর পাশাপাশি রয়েছে মানুষের বাক-স্বাধীনতা, স্বাধীন গণমাধ্যম, ধর্মীয় সহনশীলতা আর নারীর ক্ষমতায়ন। বর্তমান সরকার গত পাঁচ বছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর সকল সম্ভাব্য দিকগুলো নিয়ে কাজ করছেন এবং সরকারের লক্ষ্য ২০১১ সালের মধ্যে বিনিয়োগ ১১৭.১৪ ডলারে উন্নীতকরন। বর্তমান সরকারের উন্নয়ন সন্তুষ্টিতে ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্র মোট বিনিয়োগ করে ৩৩১.৩৫ মিলিয়ন ডলার। আর ২০১৪ সালের সর্বশেষ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে সরাসরি বিনিয়োগে দ্বিতীয় বৃহত্তম দেশ। আগামী তিন বছরের মধ্যে এই বিনিয়োগের হিসাব বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এটাই প্রত্যাশা। তাছাড়া গত বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৫ দশমিক ২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। সরকারের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি শিল্পায়িত মধ্য আয়ের একটি ডিজিটাল দেশ হিসেবে গড়ে তোলা। আর ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়া। এমন প্রত্যাশা বাস্তবায়নের মধ্য দিয়েই সরকারের পাশাপাশি আমরা সাধারণ জনগণ সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন পূরণ করতে চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.