![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাওর অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নতুন একটি প্রকল্পে অর্থায়ন করবে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। এ বিষয়ে ইতোমধ্যে জাইকার সঙ্গে সরকারের একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৯৯৩ কোটি ৩৭ লাখ ৭২ হাজার টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩৯৮ কোটি ৯১ লাখ ৬২ হাজার টাকা এবং জাইকার ঋণ থেকে ৫৯৪ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকা ব্যয় করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা বেসিনের উজানে হাওর এলাকায় অতিপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে আগাম বন্যার ক্ষয়ক্ষতি কমে যাবে। এ ছাড়া কৃষি কার্যক্রম পরিচালনা করে মানুষের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
©somewhere in net ltd.