![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীনা ব্যবসায়ী প্রতিনিধিরা। আবার বাংলাদেশি পণ্যের গুণগত মান ভালো এবং দাম কম হলে চীনারা তা সাদরে গ্রহণ করবে। ‘বর্তমানে চীনে পাঁচ শ মিলিয়ন মানুষ অনলাইনে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত। অনলাইনে বেচাকেনা করার জন্য চীনে ‘চায়না-সাউথ অ্যান্ড সাউথইস্ট এশিয়া ই-বিজনেস পোর্টাল’ নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। এই পোর্টালে ইংরেজি, চায়না, থাই ও বার্মিজসহ সাতটি ভাষা ব্যবহার করা হবে। বাংলাদেশকে এই ই-বিজনেস পোর্টালে অন্তর্ভূক্ত হওয়ার জন্য চীনের পক্ষ থেকে আহ্বান আহবান জানানো হয়। চীনের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়ানো এবং ব্যবসায়িক ধারণা আদান-প্রদানের আহ্বান জানান। দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আর ব্যবসার নতুন নতুন ধারণা বিনিময় করা হলে দ্রুত ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং নতুন পণ্য তৈরিতে উভয় দেশ একসঙ্গে কাজ করতে পারবে। চীনে বাংলাদেশি ব্যবসায়ীদের অর্থের নিরাপত্তার জন্য তাদের ভিসা কার্ড এবং মাস্টার কার্ডের ব্যবস্থা করাসহ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। বাংলাদেশের ব্যবসায়ীরা বিদ্যুৎ, পাট, চামড়া, ওষুধ পর্যটন, প্লাস্টিক, জাহাজ তৈরি, কৃষিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করার জন্য চীনকে আহ্বান জানায়। দু দেশের ইতিবাচক মনোভাব থাকায় বিশেষজ্ঞরা মনে করেন শিগগিরই চীনে বাংলাদেশি পণ্য তার বাজার ধরবে এবং তথ্য ও প্রযুক্তি খাতে এগিয়ে যাবে দেশ।
©somewhere in net ltd.