নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্রের মুখোশে বিএনপি অবৈধ পথে ক্ষমতা দখলের চক্রান্তে জনমত গঠনের জন্য জনসভা করতে চায়

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭


বিএনপিকে পুলিশ এর আগে অনেকবার জনসভা করার অনুমতি দিয়েছে, সোহওয়ার্দী উদ্যানেও তারা জনসভা করেছে। এবার কেন তারা অনুমতি পেল না, সেটা পুলিশই জানে। তবে আমরা ভাল করে জানি, মিছা ফকুরা যতোই মিছা কথা বলুক, তারা আগামীতে আরো জনসভা করবে এবং সেগুলোর অনুমতিও তারা পাবে। লন্ডনে বসে মিছা মিয়াদের কমান্ডার খাম্বা মিয়া যেভাবে মিথ্যা কথা বলা শুরু করেছে, দেশের ইতিহাস খাম্বার কারখানা থেকে বের হচ্ছে; গণমাধ্যমে দাউদ ইব্রাহিম, আইএসআই, আলফা-উলফা, তালেবান, জেএমবি-হুজি-গুজিদের পরিকল্পনা-চক্রান্ত-ষড়যন্ত্র প্রকাশিত হচ্ছে; যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে- ফাঁসি হচ্ছে, এ অবস্থায় বিএনপির জনসভায় কি কথা হতো সেটা সহজেই বোঝা যায়। জেএমবি-হুজি-গুজি-দাউদ-কজিমাদের সাথে বিএনপির কিছু নেতার যোগাযোগের খবরও অতীতে পাওয়া গেছে, এখনও সেটা পাওযা যাচ্ছে। গণতন্ত্রের মুখোশে বিএনপি জঙ্গীবাদীদের পৃষ্ঠপোষকতা করে অবৈধ পথে ক্ষমতা দখলের চক্রান্তে জনমত গঠনের জন্য কথা বলতে চায়, জনমত গঠন করতে চায়, সেজন্য জনসভাও করতে চায়। চক্রান্ত আর ষড়যন্ত্রকে কি সফল হতে দেয়া উচিত? স্বাধীনতাবিরোধী, জঙ্গীবাদীদের প্রকাশ্য-অপ্রকাশ্য তৎপরতাকে না বলুন। বাংলাদেশের উন্নয়নও অগ্রগতির পথে সাথে থাকুন। সময়ের অভিমুখ থাকে কালের দিকে আর কালের স্হায়ীত্ব হয় ইতিহাসে যেখানে বিশ্বস্ততা এবং গ্রহনযোগ্যতা ভাস্বর হয়ে থাকে। একপেশে দৃষ্টিভঙ্গি বা নিজের মতাদর্শ পরিত্যাগ করে নিরপেক্ষ অবলম্বনের মাধ্যমে সঠিক ইতিহাস তুলে ধরাই বুদ্ধিমান ইতিহাসবিদদের কাজ। কিন্তু বাস্তবে তারেক জিয়া কি করছেন? স্বাধীন বাংলাদেশের স্হপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে মিথ্যা বানোয়াট কল্পকাহিনী ছড়াচ্ছেন। উনি যেখানে বসে নব্য ইতিহাসের অপদার্থ শিক্ষকের মত তার ছাত্রদের ইতিহাস শিখানোর দ্বায়িত্ব নিয়েছেন তাদের কাছে আমার একটি প্রশ্ন বৃটেনে বসে বৃটেনের সংবিধান ও রানীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কাহিনী বললে তারা বৃটেনে থাকতে পারবে কিনা? আমার জানামতে লাথি মেরে বের করে দিবে। লেখাপড়াহীন যোগ্য মায়ের যোগ্য সন্তান তারেক জিয়ার পিতা জেনারেল জিয়ার দল গঠন সম্পর্কে পাকিস্তানের “দি হেরাল্ড” পত্রিকার ১৯৯১ সালের ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়েছে (অনুবাদ) জেনারেল জিয়া সেনাবাহিনীতে গোয়েন্দা বিভাগে অনেককাল ধরে কাজ করার ফলে তিনি গোয়েন্দা বাহিনীর সাহায্য নিয়ে নিজ দল বিএনপি গঠনে সমর্থ হন। একজন প্রাক্তন সামরিক গোয়েন্দা অফিসারের মতে বিএনপির জন্ম ছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্হার নীল নকশার ফলশ্রুতি। এই দলের জন্য যে দর্শন নির্ধারিত করা হয় তা হলো আওয়ামী লীগের দুর্বল স্হানে আঘাত করা, ইসলামের স্বপক্ষে ও ভারতের বিরুদ্ধে জনগনের অনুভূতিকে জাগ্রত করা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৮

মতিউর রহমান মিঠু বলেছেন: সব অবৈধ, বৈধ হলো বর্তমান সরকার যার ১৫৪ জন সাংসদ ভোট বিহীন নির্বাচিত!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.