![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাম আযমঃ
•জেনারেল জিয়াউর রহমানের আমলে ১৯৭৮ সালের ১১ আগস্ট পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন গোলাম আযম।
•জিয়াউর রহমান ১৯৭৯ সালে জামাতের উপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেন।
•১৯৮১ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররম মসজিদে প্রকাশ্যে আসেন গোলাম আযম।
•১৯৯১ সালে আবারও বিএনপির সঙ্গে আঁতাত করে তারা এবং বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতায় যায়। ১৯৯১ সালের ১৯ ডিসেম্বর জামায়াতে ইসলামী তাকে আমীর হিসেবে ঘোষণা দেয়।
•১৯৯৪ সালে খালেদা জিয়ার সরকারের আমলে গো.আযম তার নাগরিকত্ব ফিরে পান।
মতিউর রহমান নিজামিঃ
•নিজামি ১৯৭১ সালে পূর্বপাকিস্তান ছাত্রসংঘের সভাপতি ছিলেন। তার নেতৃত্বে হত্যা করা হয় অসংখ্য বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের।
•বিএনপি-জামাত আমলে বাংলাদেশ সরকারের কৃষি (২০০১-০৩) ও শিল্প মন্ত্রনালয়ের (২০০৩-০৬) মন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করেন তিনি।
•২০০৫ সালের ২৫ অক্টোবর রাজউকের ১৬২তম বোর্ড সভায় নিজামির নামে পাঁচ কাঠা প্লট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। ২০০৬ সালের ১৬ মার্চ বরাদ্দপত্র বুঝিয়ে দেয় রাজউক।
আলী আহসান মুহাম্মদ মুজাহিদ
•বিএনপি-জামাত আমলে বাংলাদেশ সরকারের সমাজকল্যান মন্ত্রী (২০০১-০৬) হিসেবে দ্বায়িত্ব পালন করেন তিনি।
•২০০৫ সালের ২৫ অক্টোবর রাজউকের ১৬২তম বোর্ড সভায় মুজাহিদের নামে পাঁচ কাঠা প্লট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। ২০০৬ সালের ১৬ মার্চ বরাদ্দপত্র বুঝিয়ে দেয় রাজউক।
আমরা সাধারণ জিয়া পরিবারের এমন ইতিহাস এখনো ভুলিনি। জিয়া পরিবারের স্মরণীয় ইতিহাসে বাঙালি জাতি কখনো জিয়া পরিবারকে ক্ষমা করতে পারবেনা।
©somewhere in net ltd.