নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ সময় অপচয় রোধে রাজশাহীর ৫৩ শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন হচ্ছে বিকল্প বিদ্যুতের “সোলার প্যানেল”

১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৯




রাজশাহী নগরীর ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে বসছে সোলার প্যানেল। বিদ্যুতের ওপর চাপ কমাতে সরকারের এমন উদ্যোগে উথফুল্ল ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাথিরা। এর জন্য সরকারের ব্যয় হবে সাড়ে ৩৬ লাখ টাকা। চলতি অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। নগরীতে ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ৮৬ প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৪২টি স্কুল-কলেজ, তিনটি নৈশ বিদ্যালয় ও আটটি পাঠাগার। এর বাইরে নগরীর চারটি থানা, ছয়টি কবরস্থান, একটি শ্মশান ও ২৩টি মসজিদে সোলার প্যানেল বসানো হবে। এ জন্য দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে কাজ শুরু করেছে। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ সময় অপচয় রোধে লোডশেডিংয়ের সময়ে এই সোলার প্যানেল বিকল্প বিদ্যুতের জোগানের পাশাপাশি পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকেই সোলার প্যানেলের আওতায় আনবে সরকার। দেশের সর্বস্থরে শিক্ষার প্রসারে অকুতোভয় বর্তমান সরকার সত্যিই প্রশংসনীয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.