![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বালাদেশের গার্মেন্টস সেক্টরকে পৃথিবীর সবচেয়ে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে সরকার কাজ করছে। এভাবে চলতে থাকলে একসময় এদেশ এশিয়ার ইকোনমিক টাইগার হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের আন্তর্জাতিক মান আরো এগিয়ে যাবে। কারখানার কাঠামো, অগ্নিনির্বাপন ব্যবস্থা, শব্দহীন কারখানা, শ্রমিকদের সম্মান করা এবং তাদের ঠিক মতো ব্যবস্থাপনা করার দিকে এগিয়ে যাচ্ছে। এভাবে এই সেক্টরটি গ্লোবাল মডেল হয়ে উঠবে। বাংলাদেশ হয়ে উঠবে গার্মেন্টস খাতে সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ। রানা প্লাজা-তাজরীন ফ্যাশনস দূর্ঘটনার মতো আর কোনো দূর্ঘটনা ভবিষ্যতে আর যাতে না ঘটে সেদিকে সরকার সতর্ক রয়েছে। এরকম ভয়াবহ দূর্ঘটনা যাতে আর কখনো না হয় সে জন্য শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি আগে মাথায় রেখেই বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। সরকারের লক্ষ্য বাংলাদেশের শ্রমিকদের অতিরিক্ত কাজ আদায়ের লক্ষ্যে তাদের জীবনকে ঝুঁকির মধ্যে যাতে না পড়ে এবং নিরাপদ কর্মক্ষেত্র সৃষ্টি করাই সরকারের লক্ষ্য।
©somewhere in net ltd.