![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙালি জাতি আজও গভীর শ্রদ্ধায় স্মরন করছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। কাকডাকা ভোরে জনতার ঢল নেমেছিল মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আর রায়েরবাজার বধ্যভূমিতে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে, বিজয় দিবসের প্রাক্কালে জাতির মেধাবী সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। সেই থেকে ১৪ ডিসেম্বর একটি শোকাবহ দিন। শহীদদের স্বজনরা বলেন, তাদের প্রিয়জনের রক্তের বিনিময়ে অর্জিত এদেশে যুদ্ধাপরাধীদের বিচার হোক এবং বিচারের রায় দ্রুত কার্যকর করা হোক। পুরো বাঙালি জাতি ফিরে আসুক মুক্তিযুদ্ধের চেতনায়। প্রসঙ্গত, একটু খেয়াল করে দেখুন উপরের ছবিটি এ ধর্ম ব্যবসায়ী, ভণ্ডদের। যে রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর সহায়তায় ৭১' সালে পাকিস্তানিরা হত্যা করেছিল আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের সেই রাজাকার-আলবদরদের, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পুনর্বাসিত করেছিল, তাদের বাংলাদেশী নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছিল, বহু গণতন্ত্রের নামে সেসব কুলাঙ্গারদের স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিল। এখনও রাজাকার-আলবদরদের সমন্বয়ে গঠিত জামায়াতে ইসলামী বিএনপির জোটবদ্ধ প্রধান রাজনৈতিক দল। রাজাকারদের- আলবদরদের পূর্ণ-প্রতিষ্ঠাতা বিএনপিই আবার শহীদ বুদ্ধিজীবী দিবসে, শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতি সৌধে যায়। এ যেন বাঙালি জাতির সঙ্গে পরিহাস ছাড়া আর কিছু নয়।
©somewhere in net ltd.