![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহান সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন। অথচ আজ স্বাধীন বাংলাদেশে দেখছি, মানুষ হয়েও আমরা ভন্ড রাজনীতির ক্ষমতা দখলের অনলে ১০৩ জন সাধারণ নিরীহ খেটে খাওয়া অসহায় মানুষ ও অসহায় শিশুর মৃত্যু। ৯০০ গাড়ীর মালিকের ঋণের টাকায় কেনা গাড়ী চোখের সামনে আগুনে পুঁড়ে ধ্বংস হওয়ার দৃশ্য। মানুষ তুমি যা পোড়াচ্ছো তা কোন মানুষের জন্য। এতে তোমার কি লাভ দেশ ধ্বংস ছাড়া। তুমি সৃষ্টিকর্তাকে কি জবাব দিবে। যা পুড়ছে তাতো তুমিও হতে পারতে তোমার সম্পদ হতে পারতো। ধ্বংস ছাড়া কি দেবে তোমাকে মৃত্যুর পরে আযাব আর মূত্যু যন্ত্রনা ছাড়া-------।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৪
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন:
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৬
নবাব চৌধুরী বলেছেন: এই দুই ডাইনী এবং তাদের পরিবারের লোকেরা যতোদিন ক্ষমতায় থাকবে ততোদিন এসব হবেই।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩০
তাহের অন্তরা বলেছেন: এদের মনে আল্লাহ্ তায়ালার ভয় নেই......এরা তো মানুষ নয়......