![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭১ সালের পরাজিত শক্তি আবার এক হয়ে জোটবদ্ধভাবে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু করেছে বাঙ্গালীদের বিরুদ্ধে। সেই জামাত-শিবির, আল-বদর আবার যুক্ত হয়েছে স্বাধীনতা বিরোধীদের সাথে। তারা ধ্বংস করতে চায় বাংলাদেশকে, বাধাগ্রস্থ করতে চায় দেশের অগ্রগতিকে। তাই তারা ১৯৫২ এ যেভাবে বাংলা ভাষাকে আঘাত করেছিল, ঠিক ২০১৫ সালে সেইভাবে শিক্ষা ব্যবস্থাকে আঘাত করেছে। তাদের আক্রমণে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত একাডেমীক কেলেন্ডার আজ অকার্যকর করে ফেলেছে। সেই সাথে সাথে অর্থনীতিকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। যদিও মানুষ প্রয়োজনের তাড়নায় কাজে যাচ্ছে কিন্তু কাঙ্ক্ষিত অগ্রগতির ক্ষেত্রে তারা সীমাহীন ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করছে। আজ পেট্রোল বোমাকে তারা প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যেভাবে ১৯৭১ সালে আগুন দিয়ে ঘর-বাড়ী, গরু-ছাগল, হাস-মুরগি ও মানুষ পড়ানো হয়েছিল। ঠিক একইভাবে আজ পেট্রোল বোমা দিয়ে গাড়ী, ট্রেন, গরু-মহিস ও মানুষ পড়ানো হচ্ছে। এসব কর্মকাণ্ড যেন সেই ১৯৭১ সালের যুদ্ধেরই প্রতিচ্ছবি। কিন্তু বাংলার মানুষ বীরের জাতি, যুদ্ধ করেই টিকে আছে তারা। আর এযুদ্ধেও তারা সংগ্রাম করে জিতবে এবং বাংলাদেশের অগ্রগতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
©somewhere in net ltd.