![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫ ই জানুয়ারী ২০১৪ এর জাতীয় নির্বাচনে অংশগ্রহন না করে যে ভুলটি করেছে সেই ভুলটি দ্বিতীয়বার করতে চায় না বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তাই তারা সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহনের সিদ্ধান্ত নিয়েছে। এই সুযোগটি তারা হাতছাড়া করতে চায়না। জাতীয় নির্বাচনের সময় এই হলে আজ তাদের কারনে সাধারন মানুষকে এত দুর্ভোগ পোহাতে হতনা। তাদের আগেই বোঝা উচিত ছিল হার-জিত বড় কথা নয়, অংশগ্রহনই বড় কথা। আজ তারা বুঝতে পেরেছে যে দেশের মানুষ জ্বালাও-পোড়াও পছন্দ করেনা। দেশের মানুষ শান্তি চায়। দীর্ঘ আড়াই মাস যাবত তাদের এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড তাদেরকে মানুষের ঘৃণা আর ধিক্কার ছাড়া আর কিছু দিতে পারেনি। তাদের এ ধরনের কর্মকাণ্ডের জন্য তারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা বুঝতে পেরেছে যে, কোন নির্বাচনে জনগণ এর উচিত জবাব দিবে। তাই আসন্ন নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় তারা জ্বালাও-পোড়াও এর রাজনীতি পরিত্যাগ করে হরতাল-অবরোধ তুলে নিয়েছে। দেরিতে হলেও তাদের এই শুভ বুদ্ধির উদয় হওয়ার জন্য তাদেরকে অভিনন্দন জানাই।
©somewhere in net ltd.