![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোটা পূর্ব ভারত জুড়ে যে গ্যাস গ্রিড নেটওয়ার্ক গড়ে তোলার ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাতে প্রতিবেশী বাংলাদেশও সক্রিয়ভাবে যুক্ত হয়ে তাদের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে চাইছে। মিয়ানমার থেকে ভারতে গ্যাস সরবরাহ শুরু হলে বাংলাদেশেও যাতে তার একটা অংশ যেতে পারে, কিংবা পশ্চিমবঙ্গ উপকূলের কাছের সমুদ্রে এলএনজি টার্মিনাল গড়ে উঠলে বাংলাদেশের খুলনাও যাতে সেখান থেকে গ্যাস পেতে পারে – এই সব প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই দুদেশের মধ্যে কথাবার্তা অনেকদূর এগিয়ে গেছে। গোটা ভারতের মধ্যে শিল্পে লগ্নি আর উৎপাদনের ক্ষেত্রে দেশের পূর্বাঞ্চলই সবচেয়ে পিছিয়ে আছে আর সেই অবস্থা থেকে উত্তরণের জন্য সে দেশের সরকার পুরো পূর্ব ভারত ব্যাপী একটি গ্যাস-গ্রিড গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। মি মোদী যখন দিল্লিতে একটি এনার্জি কনফারেন্সে এই ঘোষণা করছেন, তখন সেই মঞ্চে একমাত্র বিদেশি প্রতিনিধি ছিলেন বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মি হামিদ সেই সফরেই ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দুদেশের জ্বালানি-সহযোগিতা নিয়ে দীর্ঘ বৈঠক করেন, তাঁর কথা হয় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও। বলতে পারেন আমরাও এই গ্যাস-গ্রিডে আসতে চাই। যেমন ধরুন, ভবিষ্যতে মিয়ানমার থেকে ভারতে যদি গ্যাস সরবরাহ করা হয় বাংলাদেশও তার একটা শেয়ার নিতে পারে।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৮
হোসেন মালিক বলেছেন: মিথ্যা কথা নাকি?