নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

গুলশান-বনানী-বারিধারায় অবস্থিত কূটনৈতিক জোনের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নিয়েছে সরকার

১৪ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

গুলশান-বনানী ও বারিধারার কূটনৈতিক জোনের অবকাঠামো উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। ফলে এসব এলাকার জলাবদ্ধতা ও বনানী লেকের দূষণ কমবে এবং যানজট হ্রাস পাবে। এ উদ্যোগ বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৯৯ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১৩৯ কোটি ৯৮ লাখ এবং বাস্তবায়নকারী সংস্থা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে ৫৯ কোটি ৯৯ লাখ টাকা ব্যয় করা হবে। রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় কূটনৈতিক পল্লী, অধিকাংশ কর্পোরেট হাউস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা বিদ্যমান। এ এলাকা হতে সর্বাধিক পরিমাণ রাজস্ব আদায় হয়ে থাকে। ইতোপূর্বে এ এলাকায় আলাদাভাবে কোন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাস্তা, নর্দমা এবং ফুটপাথ নির্মাণ বা পুনর্নির্মাণ করা হয়নি। ফলে বর্তমানে বিভিন্ন রাস্তা, নর্দমা এবং ফুটপাথ নির্মাণ ও উন্নয়ন এবং সড়কের জলাবদ্ধতা নিরসনে বিকল্প ড্রেনেজ লাইন নির্মাণের মাধ্যমে বনানী এলাকার দূষণ নিরসন করা হবে। তাই এসব কিছু বিবেচনায় প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:২৬

রাঘব বোয়াল বলেছেন: রাজধানীর ভেতর সবচাইতে উন্নত ও ভালো অবস্থায় আছে গুলশান-বনানী ও বারিধারার এলাকা।এখানে আর কি উন্নয়ন চলবে???? রাজধানীর অনেক জায়গা এখনো আছে যেখানে গত ১৫ বছরে রাস্তার কাজ একবারও ধরা হয় নাই আবার অনেক জায়গায় আছে যেখানে নতুন করে রাস্তার প্রয়োজন সেই জায়গা আগে খেয়াল করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.