নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

আনিসুল হককে ভোট দেওয়া শুধু আপনাকে নয়, আপনার নিজের স্বপ্নকেও এগিয়ে নেওয়া।

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৯




এ চিঠি মায়ের কাছে এক সন্তানের। বাবার কাছে পুত্রের। বোনের কাছে ভাইয়ের। পরিবেশের কাছে প্রতিবেশির। নগরের কাছে একজন বন্ধুর। এ চিঠি একটি বাড়ির গল্প। প্রতিদিন আমরা থাকি এ বাড়িতে। এক রুক্ষ ইট-কাঠ-পাথরের ভেতর কত অভিযোগ। সবুজ নেই, স্নিগ্ধতা নেই। নেই ভালো টয়লেট, ড্রেন কিংবা হাঁটার মতো সহজ পথ। ভাবি কত কী হতে পারতো! হতে পারতো কত ভালো কিছু। মশা নেই, ময়লা নেই, মাদক নেই, দূষণ নেই, নেই কোনো ভয়। এমন ভালো বাড়িটি কী কখনো আমাদের হবে না? হবে না, হবে না করেও তো আমরা এগিয়েছি এতদূর। তাহলে আজ কেন হাল ছেড়ে দেবো? কেন ভাববো কিছুই হবে না আর? চেয়ে দেখবো, তরুণ ভাইটির ভবিষ্যতের জন্য আর তৈরি নয় এ বাড়ি! বোনের জন্য নিরাপদ। মায়ের জন্য নয় স্বাস্থ্যকর। বাবার জন্য নয় ভরসার। অথচ এই বাড়িটিই আমাদের আশ্রয়। যে ভালোবাসে সে কী এমন নির্বিকার দেখে যেতে পারে প্রিয়জনের অনিশ্চিত ভবিষ্যত? এ বাড়ি অন্য কারো গল্প নয়। এ বাড়ি আপনার, আমার, আমাদের। এ বাড়ি ঢাকা উত্তর। এ বাড়ি মুক্তিযুদ্ধে কেনা, রক্তের দামে। তাই এটি শুধু চিঠি নয়, সম্পর্কের গল্প। এ সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের, বাড়ির সঙ্গে বাড়ির, নগরের সঙ্গে নাগরিকের। বাড়ির মতো এই নগরে হেঁটে হেঁটে বড় হয়েছি আমি। শিখেছি জীবন আর কিছু নয়, অনেকগুলো সম্পর্ক। সম্পর্কগুলোকে ভালোবাসা। ভালো না বাসলে যেমন সম্পর্ক বাঁচে না, বাড়ি বাঁচে না, তেমনি নগরও বাঁচে না। তাই যখন প্রতিদিন এ নগরের মুখোমুখি হই, তখনই বুঝি, এ নগরে যা সমস্যা, তা অন্য কারো নয়। অন্য কেউ এসে ঠিকও করে দেবে না। এ সমস্যা আমাদের। এর সমাধানও তাই আমাদেরই হাতে। দাঁড়াতে হবে আমাদেরই। যেমন দাঁড়ায় সাহসী মানুষ ভালোর জন্য, প্রিয়জনের জন্য। আনিসুল হক দাঁড়িয়েছে আপনাদের হয়ে, আপনাদের জন্য। আমাদের ঢাকা উত্তরের সমস্যা চিহ্নিত। আসছে ২৮ এপ্রিল মেয়র নির্বাচন। আমাদের কাছে এ নির্বাচন শুধুই নির্বাচন নয়, একটি পরিচ্ছন্ন-সবুজ-মানবিক নগর গড়ার বার্তা, একটি সমাধানযাত্রা। সাথে থাকুন এই সমাধানযাত্রায়, ভোট দিন আনিসুল হককে । আপনার একটি ভোট এগিয়ে নিতে পারে এই সমাধানযাত্রাকে। তাই এই ভোট দেওয়া শুধু আমাকে নয়, আপনার নিজের স্বপ্নকেই এগিয়ে নেওয়া। আপনার, আমার স্বপ্নের মিলিত যাত্রার এখানেই হোক শুরু।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.