নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

গ্রাম পর্যায়ে ল্যান্ড টেলিফোন সেবা পৌঁছে দিতে ফাইবার অপটিক কেবল নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে দেশের সব টেলিফোন এক্সচেঞ্জ

২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৬

ফাইবার অপটিক কেবল নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে দেশের সব টেলিফোন এক্সচেঞ্জ। এনজিএনভিত্তিক টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক স্থাপন শীর্ষক প্রকল্পে সরকারের তহবিল থেকে ৪০৭ কোটি ৯৪ লাখ টাকা ব্যয় হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের গ্রাম পর্যায়ে ল্যান্ড টেলিফোন সেবা পৌঁছে যাবে। ফাইবার অপটিক কেবল স্থাপনের পাশাপাশি প্রতিটি এক্সচেঞ্জের পুরনো ট্রান্সমিশন যন্ত্রপাতি ও কপার-বেজড টেলিফোন নেটওয়ার্ক পরিবর্তন করে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করবে সরকার। এর আগে রাজধানীর ১ লাখ পুরনো টেলিফোন ফাইবার অপটিক কেবল নেটওয়ার্কের আওতায় আনাসহ ৭১ হাজার নতুন সংযোগ দেয়ার কাজ বাস্তবায়ন করছে বিটিসিএল। সারাদেশে বিটিসিএলের ৯ লাখ ৩০ হাজার ল্যান্ডফোন গ্রাহক রয়েছে। রূপকল্প-২০২১ এর আওতায় বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। জাতীয় পর্যায়ে নেটওয়ার্ক তৈরি করে সব সরকারী প্রতিষ্ঠানকে সংযুক্তকরণ ও ইন্টারনেট (আইপিপি) টেলিফোন এবং ভিডিও কনফারেন্সিং চালুর জন্য সুযোগ সৃষ্টি করা হবে প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট গুলোকে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সংযোগ দিবে সরকার। কিন্তু বিটিসিএলের বিদ্যমান ল্যান্ড টেলিফোন নেটওয়ার্ক পুরনো টেকনোলজি নির্ভর হওয়ায় তা পূরণ করা সম্ভব হচ্ছে না। ভয়েস কল ছাড়াও যুগের চাহিদার অনুসারে ইন্টারনেট, ডাটা ও ভিডিও আদান-প্রদানের সুযোগ নেই। এই প্রকল্প বাস্তবায়ন হলে সারাদেশেই ল্যান্ডফোনের মাধ্যমে ভয়েস-ডাটা ও ভিডিও সুবিধা পাওয়া যাবে। ঢাকায় কয়েকটি এলাকায় ত্রিমাত্রিক সুবিধা চালু করেছে বিটিসিএল। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে একটা সংযোগ দিয়েই এই তিনটি সেবা দেয়া হচ্ছে। বর্তমানে উত্তরা, গুলশান, শেরেবাংলা নগর, রমনা, মগবাজার, নীলক্ষেত, মিরপুর, বাবুবাজার, চকবাজারসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে এক লাখেরও বেশি টেলিফোন যে কোন সময় চালু করা যাবে। সরকারের এমন উদ্যোগে গ্রাম পর্যায়ে নেটওয়ার্ক সেবা পৌঁছে দিবে দেশের সব টেলিফোন এক্সচেঞ্জ। যার মাধ্যমে নেটওয়ার্ক সেবা পাবে প্রত্যন্ত এলাকার গ্রামবাসী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.