![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্তহীনতাই ভুগছিল বিএনপি। আব্দুল্ আওয়াল মিন্টুকে মেয়র নির্বাচনে প্রার্থিতা মনোনয়ন করা ছিলো যেমন হাস্যকর ও ভুল, তেমনি অপরিপক্ক মদ্যপায়ী তাবিথকে প্রার্থী ঘোষণা এবং চরম দুর্নীতিতে অভিযুক্ত এবং পলাতক আসামি মির্জা আব্বাসকে প্রার্থী ঘোষণাও। অন্য কোন মেয়র নির্বাচনে সেনাবাহিনী না থাকলেও হঠাৎ করেই এ মেয়র নির্বাচনে সেনাবাহিনীর জন্য অগ্রহণযোগ্য অবেদন। সে সবই নির্বাচনে অংশগ্রহণ না করার অজুহাত বা বয়কটের নীলনকশা। আর এ সবই বেগম খালেদা জিয়ার এতিম খানার টাকা চুরি অর্থ আত্মসাৎ, মানুষ হত্যার অভিযোগ আর দেশ ধ্বংসের অভিযোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে, দেশের জন্যে নয়। এ বিএনপি সবই পারে। যুক্তরাষ্ট্রের ছয় কংগ্রেস ম্যানের মিথ্যা বিবৃতি, বিজেপির অমিত শাহের ফোনালাপ, পদ্মা ব্রিজ না হওয়ার জন্য বিশ্ব ব্যাংকের সাথে লবিং করা, দেশের গার্মেন্টস ধ্বংস করার জন্য ইউরোপীয় ইউনিয়নে আর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র লবিং করা, যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা প্রত্যাহার করা, খালেদা জিয়া কর্তৃক প্রকাশ্য জনসমাবেশে জাতিসঙ্ঘ মিশন থেকে সেনাবাহিনী প্রত্যাহারের জন্য লবিস্ট নিয়োগ করা, বিজিবির ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যার ষড়যন্ত্র সবই সম্ভব। ৯২ দিন হরতাল অবরোধ করে দেশ ধ্বংস, ৫০০ জন মানুষ হত্যা, মিল কারখানা ধ্বংস, হাজার হাজার গাড়ি পোড়া, কৃষকের কান্না সবই সম্ভব। কারণ বিএনপি রাজনীতি করে নিজেদের জন্য, সাধারণ মানুষের জন্য এবং দেশের উন্নতির জন্য নয়।
২| ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
ইমরান আশফাক বলেছেন: @ভবোঘুরে বাউল, এখানে মন্তব্য করে কোন রিপ্লাই পাবেন না এটি পরীক্ষিত। আর উনি একজন মার্কামারা একচক্ষু ব্লগার।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১১
ভবোঘুরে বাউল বলেছেন: কয়েকটি ভুল হাতে কলমে ধরিয়ে দেই।
" অন্য কোন মেয়র নির্বাচনে সেনাবাহিনী না থাকলেও হঠাৎ করেই এ মেয়র নির্বাচনে সেনাবাহিনীর জন্য অগ্রহণযোগ্য অবেদন"--- সংবিধানে কথাও লেখা আছে নাকি যে পূর্বের নির্বাচনে যা কখনো করা হয়নি সামনে তা কখনোই করা যাবেনা?
"বিজিবির ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যার ষড়যন্ত্র সবই সম্ভব"-- লেখার আগে কি গাঁজা তে টান পড়েছে?
কোন কোট টা তুলে দেব ভাবছি। পড়ে মনে হল কয়েক বস্তা গাঁজাখেয়ে লেখা হয়েছে।