নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

হার-জিত থাকবেই তবুও এগিয়ে যেতে হবে

৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৯

খেলতে গেলে বা নির্বাচনে দাঁড়ালে হারজিত থাকবেই। এটা চিরন্তন সত্য, এর ব্যতিক্রম হওয়ার কোন পথ নেই। তাই বলে হার নিশ্চিত জেনে খেলার মাঝ পথে মাঠ ত্যাগ করার মধ্যে যেমন কোন বাহাদুরি নেই, তেমনি স্বার্থকতা বা সফলতা নাই। গত সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি যেভাবে মাঠ ছেড়ে পালিয়েছে তাতে তো কোন বাহাদুরি নাই, সফলতাও নাই বরং নির্বাচনে থেকে হেরে গেলেও জনগণের কাছে জিতে জিতে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। হয়তো জনগণ তাদের প্রতি একটু সহানুভুতি দেখাত। কিন্তু বিএনপি জনগণের জন্য সে সুযোগটাও রাখে নাই। তাছাড়াও নির্বাচন ত্যাগ করা যে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত তা প্রেসিডিয়াম সদস্য নজরুল ইসলাম খান ও তার এক অনুসারীর ফোনালাপে পরিস্কার হয়ে গেছে। এছাড়া শিমুল বিশ্বাস ও মওদুদ আহমেদের ফোনালাপ থেকে এটা আরও পরিস্কার হয়ে গেছে যে তারা তাদের পুর্ব পরিকল্পনা অনুযায়ীই নির্বাচনের মাঠ ত্যাগ করে গেছে। বিএনপির পক্ষ থেকে এ এক অদ্ভুত নির্বাচনী খেলা। যারা প্রার্থী ছিল, তাদের শ্রম, টাকা-পয়সা, জনগণের সাপোর্ট কিছুর দিকেই বিএনপি একবারও তাকালো না। শুধু দেখল রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ। কিন্তু এ সুযোগ না বুমেরাং হয়ে গেছে। কারণ সাধারণ জনগণের কাছে বিএনপির নির্বাচনী এই খেলা একেবারে পরিস্কার হয়ে গেছে। নির্বাচনে হারজিত থাকবেই। গাজিপুরের সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার দলীয় প্রার্থী হেরেছিল কিন্তু আওয়ামীলীগ তো নির্বাচনের মাঠ ছেড়ে যায় নাই। সেই নির্বাচনেও অনেক সহিংসতা হয়েছিল, ৩ জন মারাও গিয়েছিল, ১০০ অধিক সেন্টারে গোলযোগ হয়েছিল। ভোট কেন্দ্র বাতিলও করা হয়েছিল। বোমাবাজি-মারামারি হয়েছিল। কিন্তু সেই কেউই সেই নির্বাচনে মাঠ ছেড়ে চলে যায় নাই। তাহলে বিএনপির এবার কি হলো? এখানে তো কেউ মারা যায় নাই, ৩ টা কেন্দ্রে ভোট বন্ধ হয়েছে, মাত্র ৫৫ টি কেন্দ্রে আংশিক গোলযোগ হয়েছে। তাহলে বিএনপি নির্বাচনী মাঠ ছাড়ল কেন? নিশ্চিত পরাজ্য জেনে নাকি জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমাবাজির প্রতিশোধ জনগণ ভোটের মাধ্যমে দিয়ে সেটা বুঝতে পেরে। আসলে বিএনপি যতকিছুই বলুক, তাদের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। জনগণের প্রতিশোধ নেওয়ার ভয়। আর সে কারনেই বিএনপি নির্বাচনী মাঠ ছেড়ে পালিয়েছে। বিএনপিকে বলবো হার-জিত থাকবেই তবুও সামনের এগিয়ে যেতে হবে পুনরায় বিজয়ী হওয়ার জন্য, সামনে এগিয়ে চলুন।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.