নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

নেপালে ক্ষতিগ্রস্তদের পাশে সবার আগে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী

৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩০

দুর্যোগ ব্যবস্থাপনায় আবারও দক্ষতার পরিচয় দিলো বাংলাদেশ সেনাবাহিনী। ২৫শে এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর বিদেশিদের মধ্যে সবার আগে মাঠ পর্যায়ে কাজ শুরুর কৃতিত্ব দেখিয়েছেন তারা। মানবিক বিপর্যয়ের এই দুঃসময়ে বাংলাদেশ সেনাবাহিনীকে কাছে পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে নেপালিরা। নেপালে ২৫ এপ্রিলের স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের ফলে এরিমধ্যে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। পরিস্থিতি এতোই খারাপ যে, আহতের সংখ্যা নিয়ে মাথা ঘামানোর ফুরসৎ নেই কারও। এমন এক বাস্তবতায় ভূমিকম্পের পরদিনই নেপালের রাজধানীতে পা রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। কাঠমান্ডুর উপকণ্ঠে ললিতপুর জেলার আদর্শ বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে মেডিকেল ক্যাম্প। চারজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১৭ সদস্যের এই টিম চিকিৎসা দিচ্ছেন রাতদিন। মেডিকেল টিমের পাশাপাশি উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর ও ফায়ার সার্ভিসের সদস্যদের। নেপালে ভয়াবহ ভূমিকম্পের পরপরই শত-শত আহত রোগীকে চিকিৎসা দেয়ার জন্য বিদেশিদের মধ্যে যারা প্রথম মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন তারা হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের সদস্যরা। সত্যিই বাংলাদেশ সেনাবাহিনীকে কাছে পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে নেপালবাসী আর গর্বিত বাংলাদেশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.