নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

মিডিয়ার একটি অংশ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মাঠে নেমেছে

০১ লা মে, ২০১৫ দুপুর ২:৩৩


আমাদের মিডিয়ার একটি অংশ বিএনপির উইথড্রো করার চেষ্টাকে জায়েজ করার জন্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মাঠে নেমেছে। আরেকটি অংশ শুধুমাত্র তাদের দর্শক বা পাঠক বাড়ানোর চেষ্টা করছে। কারণ, তাদের মাথার ভেতর এখনও ধারণা নেগেটিভ একমাত্র নিউজ। পৃথিবীতে নিউজের ধারণা যে অনেক বদলে গেছে তা তারা জানেন না। এগুলো প্রচার করাই মিডিয়ার কাজ। কারণ, গণতন্ত্র কোন দেশে একদিনে গড়ে ওঠে না। ধীরে ধীরে গড়ে ওঠে। মিডিয়া গণতন্ত্র বিকাশে সাহায্য করবেই। কিন্তু কোন স্থানীয় সরকার নির্বাচনে ২৭০০ কেন্দ্রের ভেতর ৫৫টিতে গোলযোগ হলে কেউ কি বলতে পারে ‘হারল গণতন্ত্র’? আওয়ামী লীগের সবকিছুতে বিরোধিতা করা ও জামায়াত-বিএনপিকে সমর্থন করা। এর মূল কারণ পুঁজি। দেশী ও বিদেশী পুঁজি। এই পুঁজিই কিন্তু এদেশের তথাকথিত সুশীল সমাজকে কিনে ফেলেছে। আর সুশীল সমাজের কারণে মাঝে মাঝে বিভ্রান্ত হন এখানে অবস্থানরত বিদেশী কূটনীতিকরা। তবে এবারের সিটি নির্বাচনে অবশ্য ভিন্ন চিত্র দেখা গেছে। আমেরিকান রাষ্ট্রদূত বার্নিকাটের বক্তব্য নিয়ে অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। তিনি তাঁর দেশের বাস্তবতায়, তাদের গণতান্ত্রিক অভিজ্ঞতা থেকেই সঠিক বলেছেন। কারণ একদিকে তিনি এই নির্বাচনের প্রশংসা করেছেন, বিএনপির নির্বাচন বর্জনকে দুঃখজনক বলেছেন, নির্বাচনের সুযোগে ড. এমাজউদ্দীন আহমদ ও শওকত মাহমুদ মিলে খালেদাকে কিছুটা অক্সিজেন দিয়েছেন ঠিকই। তবে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে বের করতে পারেননি। ড. এমাজউদ্দীনও রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে জানেন, খালেদা যেখানে চলে গেছেন তাতে তাঁকে আর বের করা সম্ভব নয়। খালেদাও কিন্তু তাঁর ভবিষ্যত বুঝতে পেরেছেন ঢাকার রাজপথে বের হয়ে। কারণ, বাঙালী তার শৌর্যের ঐতিহ্য লাঠি দিয়েই খালেদাকে জানিয়ে দিয়েছেন, কিভাবে তাঁকে প্রতিরোধ করা হবে। তাদের হাতের লাঠিই আগামী তিন বছর নয় মাস ঢাকা শহরকে তথাকথিত আন্দোলন ও নরহত্যা থেকে নিরাপদ রাখবে। এ কারণে আগামী দিনের স্বস্তি নষ্ট হবে এমন উদ্বিগ্ন হবার কোন কারণ নাগরিকদের নেই। এই প্রথম কোন নির্বাচন কমিশন সুজনসহ বেশ কিছু দুর্বৃত্ত সংগঠনকে নির্বাচনী পর্যবেক্ষক তালিকা থেকে বাদ দিয়েছে। গণতন্ত্রের অভিযাত্রায় এই ছদ্মবেশী জামায়াত সমর্থকরা বাদ পড়া অবশ্যই গণতন্ত্রের জন্য অগ্রগতি। দেশে সত্য ও মিথ্যেকে গুলিয়ে এক করতে দীর্ঘদিন ধরে এরা যে ভূমিকা রেখে আসছে তা সত্যিই জঘন্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.