নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনে নিজে ভোটভিক্ষা করে কোন কারণ ছাড়াই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে খালেদা আরও একবার প্রমাণ করেছে- সে গণতন্ত্র চায় না, চায় নাশকতা

০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৪:১৫

রাজনীতির নামে তিন মাস যাবত খালেদার পেট্রোলবোমায় মানুষ পুড়িয়ে মারার অসহনীয় অবস্থা দেখেও এর কড়া প্রতিবাদ করেননি! তবুও দ্রুত বিএনপিকে সিটি নির্বাচনে অংশগ্রহণের উদ্যোগটি গ্রহণ করেছিলেন । সেজন্য মনে হয়েছিল তিনি বোধ হয় খালেদাকে কিছুটা দূরে রেখে অন্যান্য শুভ বোধবুদ্ধিসম্পন্ন বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে সিটি নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপিকে সুস্থ রাজনীতির পথে আনতে ভূমিকা রাখার চেষ্টা করছেন! কিন্তু তাদের উদ্দেশ্য ছিলো আবারও ৫ জানুয়ারির মতো নির্বাচন অনুষ্ঠানের ভুয়া অভিযোগ তুলে, সরকারকে বিদেশীদের কাছে বেকায়দায় ফেলা! তবে খালেদা-তারেক ও তাদের প্রধান নির্দেশদাতাদের ভয়ঙ্কর বেকায়দায় ফেলে দেয় বিএনপির মেয়র পদে অংশগ্রহণকারীদের প্রাপ্ত লক্ষাধিক ভোট সংখ্যা! কয়েকদিন আগে খালেদার পেট্রোলবোমা সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যা, আহত দগ্ধ মানুষের আহাজারি, দেশের পরিবহন, কৃষি, শিল্প খাত ধ্বংসের কার্যক্রম দেখার পরও বিএনপি প্রার্থীদের পক্ষে এই বিপুল ভোট সমর্থন ওই প্রার্থীদেরসহ জনগণকে বিস্মিত করেছে! বিএনপির মতে ভোটে ‘কারচুপি’ হয়েছে! তাই যদি সত্য হয়, তাহলে তো বলতে হয়, কারচুপি হলে বিএনপির পক্ষেই তা হয়েছে, নতুবা প্রার্থিতা প্রত্যাহার করার পরও ওই প্রার্থীরা এত লাখ ভোট কিভাবে পায়? গণতন্ত্র রক্ষার জন্য এমাজউদ্দীনের হাতে একটি সুবর্ণ দুর্লভ সুযোগ এসেছিল যেটি তিনি হেলায় হারালেন এবং বিএনপি ও গণতন্ত্র দুটিকেই পরাজিত করার পক্ষে অবস্থান গ্রহণ করলেন! নির্বাচনী কার্যক্রমের সবার নিরাপত্তা, ভোট গণনা ও ফল প্রকাশ সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এতে ৫ জানুয়ারি যেমন গণতন্ত্র রক্ষা পেয়েছিল তেমনি আবার ২৮ এপ্রিলও প্রধানমন্ত্রীর খালেদারক্ত পিপাসার বিপরীতে শুভবোধ ও দেশ এবং জাতির স্বার্থে দৃঢ় অবস্থান গণতন্ত্রকেই রক্ষা করেছে! খালেদা সব কর্মকা-ই দেশ বিরোধী, প্রমাণ হয়েছে, যেমন তাঁর নির্দেশে ২০১৩-এর হেফাজত-জামায়াত-বিএনপি ক্যাডার দিয়ে যে হত্যাযজ্ঞ দেশ ধ্বংসের অপতৎপরতা চলেছে! ‘রাজনৈতিক আন্দোলনের’ নামে পেট্রোলবোমা ছুড়ে মানুষ হত্যা, যানবাহন ধ্বংস, কৃষি, শিল্প ধ্বংস তাঁকে আবারও মুক্তিযুদ্ধের বাংলাদেশের শত্রু প্রমাণ করেছে! সিটি নির্বাচনে নিজে ভোটভিক্ষা করে কোন কারণ ছাড়াই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে খালেদা আরও একবার প্রমাণ করেছে- সে গণতন্ত্র চায় না, চায় নাশকতা, এ নির্বাচনে গণতন্ত্র বিজয়ী হয়েছে, ষড়যন্ত্র ও ষড়যন্ত্রকারী খালেদা পরাজিত হয়েছে। দেশবাসীর প্রতি আহ্বান, দেশ ধ্বংসকারীর পক্ষ ত্যাগ করুন, গণতন্ত্রের প্রকৃত বন্ধুর পক্ষ গ্রহণ করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.