![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক অধম। বাংলাদেশের উন্নয়নের কোন কিছুই আমার ভাল্লাগেনা। দেশের অচিন্তনীয় উন্নয়ন দেখে আমি ঈর্ষান্বিত, ব্যথিত। বিদ্যুতের ব্যাপক উন্নয়ন আমার ভাল্লাগেনা। গ্রাম বাংলার ঘরে ঘরে আলো দেখলে আমার অন্তর জ্বালা করে। ফ্লাইওভারে ঊর্ধ্বগামী যানবাহন দেখলে আমার ঘাড় ব্যথা হয়। শিক্ষার প্রসার ও উন্নয়নে নিজেকে মুর্খ বোধ করি। প্রশস্থ চার লেইন রাস্তা দেখলে আমার অন্তর সংকুচিত হয়। নয়ন জুড়ানো হাতিরঝিল আমার চক্ষুশূল। তথ্য প্রযুক্তির উন্নয়নকে আমি জঙ্গীবাদে কাজে লাগাই। দেশের মানুষের হাসি আনন্দ আমাকে গনবিমুখ করে। বিদেশীদের প্রশংসা আমাকে প্রজ্জলিত করে। দেশের উন্নয়নের কোন কিছুই আমার ভাল্লাগেনা। আমি বেঈমান, অতি নিকৃষ্ট, আমি অধম। এই আমিটা কে একটু ভাবুন!
©somewhere in net ltd.