![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের এক মাত্র এবং বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ ২ কিলোমিটার দীর্ঘ ক্যাবল কার তৈরী হয়েছে চট্রগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা বন বিটের সবুজ বনানী ঘিরে, আমরা অনেকেই তা জানিনা। এখানে একই সাথে স্থাপিত হয়েছে দেশের এক মাত্র পাখিশালা এবং বিনোদন কেন্দ্র যার নাম শেখ রাসেল অ্যাভিয়ারি এন্ড রিক্রিয়েশন পার্ক । প্রাকৃতিক এবং বন্য প্রাণী সংরক্ষন, গবেষণা এবং বিনোদন এই বিষয় সমূহ মাথায় রেখে রাঙ্গুনিয়া উপজেলার বিস্তৃত পাহাড় রাশিকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে এই অ্যাভিয়ারি এন্ড রিক্রিয়েশন পার্ক। পার্কটি আয়তনে এশিয়ার বৃহৎ পাখি সংগ্রহশালা হিসেবে বিবেচিত হচ্ছে। পার্কটিতে আছে নান্দনিক কৃত্রিম লেক যেখানে পাখিরা বিচরণ করছে প্রাকৃতিক আবহে । এই আধুনিক পার্কে প্রথম এক মাস প্রবেশ এবং ক্যাবল কারে ভ্রমণ সম্পূর্ণ ফ্রি। প্রকৃতি এবং পাখিদের জীব বৈচিত্র্য বিষয়ে মানুষকে সচেতন করতে এই ফ্রি প্রবেশের সুবিধা প্রদান করা হয়েছে। এত বিশাল বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় তৈরিকৃত এই পার্ক পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আর মাত্র ২টি দেশে রয়েছে।এখানে তৈরি করা দীর্ঘ ২ কিলোমিটার লম্বা ক্যাবল কার এশিয়াতে সর্ববৃহৎ।
বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত আছে আমাদের । তাছাড়াও গাজীপুর সাফারী পার্ক, কাপ্তাই লেক, পাহাড়ি রাঙ্গামাটি, নীলগিরীর বান্দরবন, সুন্দরবন, সেন্টমার্টিন ও খাগড়াছড়ির সাজেক কি নাই এ দেশে? এসব সুন্দর স্থান পৃথিবীতে খুব বিরল। এ তথ্য প্রিয় স্বাধীন এ বাংলাদেশে আমরা ক'জনই বা জানি এবং কজনই বা এসমস্ত দর্শনীয় স্থান ঘুরতে যাই। এতোসুন্দর দেশে আমরা না ঘুরে প্রচুর অর্থ খরচ করে বিদেশে ঘুরতে যাই । আসুন আমরা সকলেই ৩০ লক্ষ শহীদের এই বাংলাদেশকে দেখি এবং জানি ।
©somewhere in net ltd.