![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিকে যানজটের নিরসনের পাশাপাশি নান্দনিক সৌন্দর্যের নগরীতে পরিণত হচ্ছে, এখন কোন বিদেশী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে মূল শহরের পথে যাত্রা করলে ওপরে-পাশে হাত-পা ছড়িয়ে ফ্লাইওভারগুলো কোনটা মিরপুরের দিকে, কোনটা কুড়িলের দিকে চলে গেছে, তাতে কি এক আধুনিক নগরীর ঘোষণা দিচ্ছে না? ঢাকার প্রথম সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সফল নগর পিতা মোহাম্মদ হানিফের নামে নির্মিত বক্শিবাজার-সায়েদাবাদ-যাত্রাবাড়ী-শনিরআখড়া ফ্লাইওভার হওয়ায় সায়েদাবাদ-যাত্রাবাড়ীর ট্রাফিক জ্যাম এখন আর মানুষের জন্য শনিরদশা নয়। তাই এবারের ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন মেয়র মোহাম্মদ হানিফের পুত্র সাঈদ খোকন। বর্তমানে নির্মাণাধীন শান্তিনগর-মালিবাগ-রেলগেট-রামপুরা ফ্লাইওভার ও রমনা-মগবাজার-বাংলামোটর বা রমনা-মগবাজার-মৌচাক বা রমনা-মগবাজার-তেজগাঁও-সাত রাস্তার মোড় হয়ে নাবিস্কো, এসব ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হলে ঢাকার ট্রাফিক জ্যাম অনেকাংশে কমে যাবে। এর পাশাপাশি জয়দেবপুর-টঙ্গী থেকে নারায়ণগঞ্জ স্কাই ট্রেন চালু করার কাজও শুরু করা হয়েছে। সঙ্গে সঙ্গে ঢাকা-চট্টগ্রাম ফোর লেন বা সিক্স লেনের কাজও চলছে, চলছে পদ্মা সেতু নির্মাণ কাজ, কর্ণফুলী চ্যানেলের কাজ। প্রিয় পাঠক একবার চোখ বন্ধ করে ঢাকার এ চিত্রটি আপনার মনোজগতে স্থাপন করে ভাবুন তো, কেমন মনে হবে? সুন্দর নয় কি? নিহায়েত অন্ধ ছাড়া আর সবাই সুন্দরই দেখবেন। (চলবে...............)
©somewhere in net ltd.