নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গঃ সিটি নির্বাচন, জিতেছে গণতন্ত্র, হেরেছে পেট্রোলবোমার রাজনীতি (শেষ পর্ব)

০৮ ই মে, ২০১৫ বিকাল ৩:৫৮

একজন বিএনপি কর্মীও পাওয়া যাবে না, যে বলবে খালেদা ব্যর্থ প্রধানমন্ত্রী ছিলেন বা তার দুই পুত্র দুর্নীতি পরায়ণ ও দেশের অর্থ বিদেশে পাচার করেছে। পক্ষান্তরে দশজন আওয়ামী লীগ কর্মী এক জায়গায় বসলে প্রথম থেকে শেষ পর্যন্ত দলীয় সরকার বা কোন নেতার ব্যর্থতা, অনিয়মের ওপর আলোচনা করবে। বিএনপি যেভাবে একটি মিথ্যারও হুইসপার ক্যাম্পেইন করতে পারে, আওয়ামী লীগ তার এক শতাংশও পারে না। হুইসপার ক্যাম্পেইন জানেই না, যা করে ঢাকঢোল পিটিয়ে করে। আজকের কলামটি শেষ করতে চাই মিডিয়া সম্পর্কে সংক্ষেপে দু’একটি কথা বলে। দু-একটি মিডিয়া এবারও অতীতের মতো আওয়ামী লীগের বিরুদ্ধে ভূমিকা পালন করেছে। সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশের প্রভাবশালী পত্রিকা প্রথম আলোর শিরোনাম ছিল ‘জিতল আওয়ামী লীগ, হারল গণতন্ত্র।’ প্রধান ইংরেজী ডেইলি স্টার শিরোনাম করেছে ‘Polls bubble bursts’ এসব বলে তারা যা বোঝাতে চেয়েছে তা হলো নির্বাচনটি সুষ্ঠু হয়নি এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের ব্যাপারটি বুদ্বুদের মতো ভেঙ্গে টুকরো টুকরো করে দেয়া হয়েছে। বিএনপি থেকে অভিযোগ করা হয়েছে, তাদের এজেন্ট ঢুকতে দেয়া হয়নি, ঢুকলেও তাড়িয়ে দেয়া হয়েছে। এ যদি সত্য হবে তবে এসব মিডিয়া কয়টি তথ্য তুলে ধরতে পেরেছে? পারেনি। আসলে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ২ হাজার ৭০০ ভোটকেন্দ্রে ১০ হাজার পোলিং এজেন্ট দেয়ার মতো সাংগঠনিক শক্তি বিএনপির আছে বলে মনে হয় না। যে ক’জন আছে বা পোলিং এজেন্ট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, তারাও বেশির ভাগই শিবিরের সঙ্গে পেট্রোলবোমা মারার দায়ে অভিযুক্ত বা প্রকাশ্যে এলে অভিযুক্ত হতে পারে। তাই তারা কেন্দ্রে যায়নি। বস্তুত জিতেছে গণতন্ত্র, হেরেছে পেট্রোলবোমার রাজনীতি। ‘জিতল আওয়ামী লীগ, হারল গণতন্ত্র’- এ কথা যে ৫৫ শতাংশ ভোটার আওয়ামী লীগ প্রার্থীদের ভোট দিয়েছে তাদের প্রতি অবমাননা নয় কি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.