নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

দুদেশের কূটনৈতিক সুসম্পর্ক বজায় থাকার ফলে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশ ও ভারতের মধ্যে বহু প্রতীক্ষিত স্থলসীমান্ত বিল পাস

০৯ ই মে, ২০১৫ বিকাল ৫:০৪

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহলের প্রায় ৫১ হাজার বাসিন্দা নিজেদের পছন্দেই নাগরিকত্ব পাবেন। ছিটমহল বিনিময়ের পরে সেখানকার কেউ চাইলে বাংলাদেশের নাগরিকত্ব নিতে পারবেন। আবার কেউ ভারতে বসবাস করতে চাইলে সেদেশের নাগরিকত্ব পাবেন। ভারতের লোকসভায় স্থলসীমান্ত চুক্তি অনুমোদনের পর এখন দুই দেশের ছিটমহলবাসীর মধ্যে এ বিষয়ে নতুন করে সমীক্ষা হবে। বাংলাদেশ ও ভারত, দুই দেশেরই ছিটমহলগুলো মুসলমান অধ্যুষিত। ভারতের ভেতরে থাকা বাংলাদেশের ছিটমহলগুলো স্থলসীমান্ত চুক্তি ও এর প্রটোকল বাস্তবায়নের ফলে ভারতের অংশে পরিণত হলে ঐ ছিটমহলের বাসিন্দার সবাই ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। অপরদিকে বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ছিটমহল যেগুলো চুক্তি ও প্রটোকল বাস্তবায়নের ফলে বাংলাদেশের অংশে পরিণত হবে তার ৩৭ হাজার ৩৩৪ জনের মধ্যে ৭৪৩ জন ভারতে ফিরে যেতে ও ভারতের নাগরিক হতে চান। বাকি সবাই বাংলাদেশীই হতে রাজি। স্থলসীমান্ত চুক্তি নির্ধারিত হলে বাংলাদেশের বহু মানুষ সেদেশের নাগরিক হবেন। বৃহস্পতিবার বাংলাদেশ ও ভারতের মধ্যে বহু প্রতীক্ষিত স্থলসীমান্ত বিল ভারতের লোকসভায় পাস হয়। এর আগে বিলটি ভারতের রাজ্যসভা ও মন্ত্রিসভায় পাস করানো হয়। এই বিল পাসের মধ্য দিয়ে দুই দেশের সীমান্তের প্রায় ৬৮ বছরের ছিটমহল সমস্যার সমাধান হলো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.