নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

থাইল্যান্ডের পর মালয়েশিয়া পরিত্যক্ত বন্দী শিবির ও গণকবর। এদের বেশির ভাগই রোহিঙ্গা মুসলিম

২৬ শে মে, ২০১৫ বিকাল ৩:০৮


সাগরপথে পাড়ি জমানো অবৈধ অভিবাসীদের ভাগ্য বিপর্যয়ের রোমহর্ষক আরও তথ্য বেরিয়ে এসেছে। থাইল্যান্ডের পর এবার মালয়েশিয়ার জঙ্গলে আবিষ্কৃত হয়েছে অবৈধ অভিবাসীদের ৩০ গণকবর ও ১৭ পরিত্যক্ত বন্দী শিবির। এসব গণকবর ও বন্দী শিবিরে অবৈধ অভিবাসী হিসেবে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের স্থান হয়েছে বলে সে দেশের আইন প্রয়োগকারী সংস্থাসহ বিভিন্ন মহলের নিশ্চিত ধারণা। আবিষ্কৃত গণকবরে ২০০ শতাধিক অভিবাসীর লাশ রয়েছে বলে মালয়েশিয়া পুলিশের উদ্ধৃতি দিয়ে সে দেশের গণমাধ্যম নিশ্চিত করেছে। গভীর জঙ্গলে অবৈধ অভিবাসীদের গণকবর ও বন্দী শিবিরের ঘটনা আবিষ্কৃত হওয়ার পর বিশ্বজুড়ে সৃষ্ট তোলপাড়ের অবসান হতে না হতে মালয়েশিয়ায় নতুন করে আবিষ্কৃত ৩০ গণকবর ও বন্দী শিবিরের ঘটনা গোটা বিশ্ব বিবেককে বড় ধরনের ধাক্কা দিয়েছে। মিয়ানমারে নির্যাতনে নিপীড়নে দেশান্তরী হয়ে রোহিঙ্গারা জনগোষ্ঠীর একটি অংশ বাড়তি রোজগারের আশায় দালালদের খপ্পরে পড়ে ভয়ঙ্কর সমুদ্রপথে স্বপ্নের দেশ মালয়েশিয়ায় যাওয়ার পথে পা দিয়েছিল। ইতোমধ্যেই উত্তাল সমুদ্রে অনেকের যেমন মৃত্যু হয়েছে, তেমনি ইঞ্জিনচালিত বোটে ও ট্রলারে অনাহারে অর্ধাহারে এবং দালালদের মুক্তিপণ আদায়ে অমানসিক নির্যাতনে অনেকের মৃত্যু হয়েছে। এছাড়া দিনের পর দিন বন্দী শিবিরে আটকে রেখে মুক্তিপণ দিতে যারা ব্যর্থ হয়েছে অমানসিক নির্যাতনে এদের অনেকের প্রাণহানি ঘটেছে। এদের শেষ ঠিকানা হয়েছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার গণকবরে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৩:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কি ভয়াভহ !! যেন মানুষের জীবনের কোন দামই নেই
শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.