নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

১১ মাসে ২৮ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের ইতিবাচক ধারার শেষ হচ্ছে ২০১৪-১৫ অর্থবছর

১২ ই জুন, ২০১৫ বিকাল ৩:৫৪

রপ্তানি আয়ের ইতিবাচক ধারার মধ্য দিয়েই শেষ হতে চলেছে ২০১৪-১৫ অর্থবছর। ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ দুই হাজার ৮১৪ কোটি ৪৪ লাখ (২৮ দশমিক ১৪ বিলিয়ন) ডলার আয় করেছে। গত অর্থবছরের একই সময়ের চেয়ে এই আয় প্রায় ৩ শতাংশ বেশি। টানা তিন মাসের সহিংস রাজনীতি, ইউরোর দরপতনসহ নানা বাধা-বিপত্তির মধ্যেও রপ্তানি আয়ে ৩ শতাংশ প্রবৃদ্ধিকে ‘ইতিবাচক’ হিসেবেই দেখছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা। গত ২০১৩-১৪ অর্থবছরে ৩০ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। আর চলতি অর্থবছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩ দশমিক ২০ বিলিয়ন ডলার। ২০২১ সালের মধ্যে পোশাক রপ্তানি ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে বর্তমান সরকার। আর সেই লক্ষ্য অর্জনে সরকারি নীতি-সহায়তা ভূমিকা পালন করবে আশাবাদী বাংলাদেশের অর্থনীতিবিদরা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.