নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

শীঘ্রই সাড়ে ১১ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে বিশেষ প্রকল্প গ্রহণ সরকারের

১৭ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫৩


পল্লী বিদ্যুৎ সম্প্রসারণ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশের মানুষকে বিদ্যুৎ সুবিধা দেয়ার জন্যই পল্লী বিদ্যুৎ সম্প্রসারণ করা হচ্ছে। প্রকল্পগুলো বাস্তবায়নে সাড়ে ১১ লাখ নতুন গ্রাহক বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে। সরকারের লক্ষ্যে দেশের সব এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেয়া এবং মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ ঢাকা বিভাগীয় কার্যক্রম-২, পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ চট্টগ্রাম-সিলেট বিভাগীয় কার্যক্রম-২, পল্লী বিদ্যুৎ সম্প্রসারণ রাজশাহী-রংপুর বিভাগীয় কার্যক্রম, ইনক্লুসিভ সিটি গবর্নেন্স প্রজেক্ট (আইসিজিপি)-২, নরসুন্দা নদী পুনর্বাসন কিশোরগঞ্জ পৌরসভাসংলগ্ন এলাকা উন্নয়ন (২য় সংশোধিত) এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) শক্তিশালীকরণ (১ম সংশোধিত) প্রকল্প। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় দেশের ৭২টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে ৫৭টি সমিতি এ প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত থাকবে। ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ৪৩টি জেলায় এ তিনটি প্রকল্প বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে নির্ধারিত ৫টি সিটি কর্পোরেশনের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং মৌলিক নাগরিক সেবাসমূহের পরিবৃদ্ধি করা হবে। সিটি কর্পোরেশন সমূহের বিভিন্ন অবকাঠামো নির্মাণের মাধ্যমে অর্থনৈতিক সুযোগ-সুবিধার সৃষ্টি হবে। প্রকল্পের আওতায় সিটি কর্পোরেশনের অধীনে বিভিন্ন দফতরের মধ্যে ইনক্লুসিভ ধারণা প্রবর্তনের মাধ্যমে নাগরিকদের সেবার মানকে মানসম্পন্ন ও বেগবান করার লক্ষ্যেই চলমান প্রকল্প হাতে নিয়েছে সরকার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.