নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

মানবপাচারের বিরুদ্ধে সরকারের সাথে সম্মিলিতভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৩

মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মানব পাচারের কারণে বাংলাদেশ এবং এ অঞ্চলের জন্য এখন একটি জটিল সময় যাচ্ছে। মানবপাচার রোধ একটি কঠিন চ্যালেঞ্জ। অন্যান্য অপরাধের মতো এটিও এককভাবে কোনো দেশ, সংগঠন অথবা সরকারের মন্ত্রণালয় বন্ধ করতে পারবে না। হাজার হাজার রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকের সাগর পথে পাচার হচ্ছে। যে দেশ থেকে যাচ্ছে, যে দেশের ওপর দিয়ে যাচ্ছে এবং যে দেশে যাবে সংশ্লিষ্ট সকল দেশকে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করতে হবে। কোনো সরকারের পক্ষে এককভাবে মানবপাচারের বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। সমাজের প্রতিটি সেক্টরকে এ লড়াইয়ে অংশ নিতে হবে। দুঃখজনকভাবে মানবপাচার ও দাসত্ব চলছে, তবে তার ধরন আগের তুলনায় অনেক ব্যাপকতা পেয়েছে। মানবপাচার রোধে আমাদেরকে আরও সমন্বিত, কঠোর ও কৌশলগত পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ সরকার এবং সুশীল সমাজ এ বিষয়ে সহযোগিতা করার গুরুত্ব বুঝতে পেরেছে এবং মানবপাচার রোধের প্রচেষ্টায় সম্মিলিতভাবে এগিয়ে এসেছে। মানবপাচার রোধের লড়াইয়ে মার্কিন সরকারের সঙ্গে জোরালো সহযোগিতা করার জন্য বাংলাদেশের বর্তমান সরকারকে স্বাগত জানিয়েছেন। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে এ প্রত্যাশা সবার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.