![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার বিরোধী জামায়াতের সাথে হাত মিলিয়ে বিএনপিসহ অন্যান্য স্বাধীনতার বিরোধী অপ শক্তির কোন অধিকার নেই রাজনীতি করার। ১৯৭২ সালের সংবিধানেও সেই অধিকার দেয়া হয়নি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর দুঃখজনক হত্যাকাণ্ডের পর থেকে তৎকালিন সামরিক সরকার আইনী সহায়তা দিয়ে এই সংগঠগুলোকে রাজনীতিতে পূনর্বাসন করেছে, মন্ত্রী বানিয়েছে এমন কি তাদের বাড়ীতে/গাড়িতে আমদের পবিত্র জাতীয় পতাকা উড়ানোর সুযোগ করে দিয়েছে যা আজ দেশের জন্যে কাল হয়ে দাড়িয়েছে। এদের রুখতে না পারলে এ দেশে শান্তি কোন দিনই আসবে না। এদের বিনাশ করতে হবে যে কোন মূল্যে।
২| ০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
কলাবাগান১ বলেছেন: ব্লগে যেই ১৯৭১ এর রাজাকারদের কথা বলবেন, সাথে সাথে কিছু রাজাকার বান্ধব ব্লগার কে সেখানে দেখবেন যে সাফাই গাইতে। প্রান গ্রুপের প্রধানের অতীত যখন এখন বেরিয়ে আসছে, এখন কেন বেরুচ্ছে, তাই এটা সত্য না- একথা বলে সাফাই গাওয়ার লোকের ও কমতি নাই ব্লগে
@ খোলা মনের কথা- আরেক পোস্টে বলেন যে উনি বাংলাদেশের রাজনীতির কাছে ভিড়তে চান না কিন্তু যেই রাজাকারদের বিরুদ্ধে কথা হল, লাফ দিয়ে চলে এসেছেন সাফাই গাইতে
৩| ০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
তপ্ত সীসা বলেছেন: আমজাদের মৃত্যুতে হাসিনাও শোক জানাইছে ভায়া। রতনে রতন চিনে। হা হা
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৮
খোলা মনের কথা বলেছেন: রাজনীতির সবচেয়ে শক্ত জিনিস এখন একটাই, সরকার বিরোধী কাজ মানেই তুই রাজাকার , তুই রাজাকার। ২০৭১ সাল আসলে এ রাজনীতি থাকবে কিনা কে জানে????