![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামায়াতে ইসলামী এ বছর রমজানে সারা দেশে ৬ হাজার ইফতার পার্টির আয়োজনের ঘোষণা দিয়েছে। যার প্রধান আসরটি বসেছিল সোনারগাঁও হোটেলে। সংযমের মাসে এত বিলাসবহুল আয়োজন তাদের পক্ষেই মানায়। যারা এই বাংলাদেশে অঢেল সম্পদের মালিক তারা সোনারগাঁও হোটেলের অভিজাত ইফতার পার্টি দেবে নাকি মসজিদে দেবে? এর প্রধান আকর্ষণ ছিল ম্যাডাম খালেদা। সেই সুদৃশ্য গতানুগতিক পোশাক, সাজসজ্জায় বিলম্বে উপস্থিত থেকে খালেদার উস্কানিমূলক বক্তব্যে জামায়াত-বিএনপি সকলে বলেছেন মারহাবা। ইসলামের প্রাথমিক দিকে যাদের কাছে অবৈধ উপায়ে অর্জিত সম্পদ ছিল, সেগুলো বিত্তহীনদের কাছে বিলিয়ে দেয়ার তাগিদ ছিল এই ব্যবস্থায়। কিন্তু অধুনা জামায়াতীরা (১৯৮১ সালে প্রতিষ্ঠিত) ইসলামী ব্যাংকের মাধ্যমে সুদবিহীন ব্যাংকে সুদের বিকল্প হিসেবে ‘মুনাফা’ শ্রম বহির্ভূত পন্থায় উপার্জন ছাড়া অন্য কিছু নয়। সুদের অধিক সংরক্ষণ ‘মুনাফা’ ও ইসলামের দৃষ্টিতে নিঃসন্দেহে অবৈধ। আর জামায়াতীদের ভাষায়- মানুষ মার, বেহেস্তে যাও। এটা ইসলাম নয়। আর জামায়াতীরা আদৌ ইসলামী আদর্শে বিশ্বাসী কিনা সে নিয়েও প্রশ্ন আছে। অথচ তারাই এখন ইসলামের নামে জঙ্গীবাদ, হত্যা, সন্ত্রাস চালাচ্ছে সমানে। দেশের জনগণের জামাতের ইসলামের নামে এই জঙ্গীবাদ, হত্যা, সন্ত্রাসের বিরেদ্ধে সোচ্চার হওয়া উচিত।
©somewhere in net ltd.