নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

জবাব চাই, কেন বিএনপি-জামায়াত জোট অবরোধ-হরতালের নামে মানুষ হত্যা করেছে?

১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৬


গণহত্যা বলতে দুইয়ের অধিক বা অনেক মানুষ মেরে ফেলা বুঝায়। অর্থাৎ কোন জনগোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণ ভাবে উৎখাত করতে পরিচালিত হত্যাকাণ্ডই গণহত্যা। পারিভাষিক অর্থে কোন দেশ, গোষ্ঠী বা জাতি ভিন্ন মতাদর্শধারীদের খুন এবং মানসিক এবং শারীরিক নির্যাতন করাই হল গণহত্যা। গণতন্ত্র উদ্ধারের’ নামে জামায়াত-বিএনপি জোট ভয়াবহ পেট্টোল বোমা হামলা চালাচ্ছে; পেট্টোল বোমায় দগ্ধ হয়ে মৃতের সংখ্যা প্রায় দেড় শতাধিক, আহত প্রায় দুই শতাধিক। এক হাজার ৯৭০ টি যানবাহনে আগুন ও ভাংচুর করেছে, মোট সম্পদের ক্ষতির পরিমাণ ২৫ হাজার কোটি টাকা। এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশ-বিদেশে জনমত যখন সোচ্চার হয়ে উঠে বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এই ধরনের ভয়াবহ সন্ত্রাসের তীব্র নিন্দা জানায় তখন বিরোধীদলের টনক নড়ে। এতে করে বিএনপি অনেকটা একঘরে হয়ে পড়েছে। সাথে অবশ্য পাকিস্তানের আইএসআই আছে। দেখে বেগম খালেদা জিয়া এর দায় অস্বীকার করে আসছে। তার এই অস্বীকারকে দেশবাসী মেনে নেয়নি। বরং তাদের দাবী এ গণহত্যার দায় বেগম খালেদা জিয়া এবং ছেলে তারেক রহমানকেই নিতে হবে। জনগণের বিরুদ্ধে যুদ্ধের কমান্ড পোস্ট গুলশান অফিস। দেশ ও জনগণের বিরুদ্ধে যুদ্ধে এটি তাঁর কমান্ড পোস্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখান হতে দেশে নানা ধরনের সন্ত্রাস সৃষ্টির জন্য নির্দেশ যাচ্ছে তা মোটামুটি এখন পরিষ্কার। আর এসব নির্দেশের উৎপত্তিস্থল হচ্ছে লন্ডন। সেখানে বসে রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছেন তারেক রহমান। বেগম জিয়ার পাশে দলের নীতি নির্ধারকদের কাউকে দেখা যায় না। দেশের পনের লাখ মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষার সময়সূচি বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস, অবরোধ আর হরতাল দিয়ে লণ্ডভণ্ড করতে চেয়েছিল। অন্যদিকে বেগম জিয়া তাঁর নাতনীদের পরীক্ষা দেয়ার জন্য কুয়ালালামপুর পাঠিয়ে দেয়। যে সকল নিরীহ মানুষ পেট্রোল বোমায় প্রাণ হারিয়েছেন অথবা আহত হয়েছেন তাদের আত্মা নির্দেশদাতাদের কি অভিশাপ দিচ্ছে না? এসব হচ্ছে তাদের দূরদর্শিতার অভাবে এবং ক্ষমতার মোহে। জঙ্গি বাদের ধারক হল বিএনপি। তাঁরা পৈশাচিকতা অব্যাহত রেখে জনমনে ভীতি তৈরি করছেন, দেশ, জাতি, অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে অরাজকতা সৃষ্টির মাধ্যমে ঘোলাজলে মাছ শিকার করতে চায় দেশবাসীর তা অজানা নয়। বিএনপি নেত্রী দীর্ঘ বিবৃতিতে সেই বহুল চর্চিত বাংলা প্রবাদ- ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’কে মনে করিয়ে দেয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ন্যাংটা নিজে অন্যরে কয় ন্যংটা!!!!!!!!!!!!

শেরাটনে বাসে বোমা মেরে হথ্যা কি গণহথত্য নয়? নিশ্চয়ই সেটাও খালেদা জিয়া করছে বলে বলবেন না!!

ঘড়ির কাটা উল্টো ঘুরাইলে নিজেই ফাইসা যাইবেন- অমন তত্ত্ব না লেখলেই নয়!!!!!!!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.