![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান এবং আরও পাঁচ ছাত্রদল নেতা-কর্মীকে ইয়াবা ও মদসহ আটক করেছে জেলার দুমকি থানা পুলিশ। পরে মাদক আইনের মামলায় আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। রবিবার লেবুখালী ফেরিঘাট থেকে তাকে আটক করা হয়। এ সময় আরও ৫ ছাত্রদল নেতা কর্মীকেও আটক করা হয়। আটক কৃত ছাত্রদল সভাপতির লাগেজ চেক করে ৪৫ পিস ইয়াবা ও এক বোতল মদ পাওয়া গেছে। অপর আটককৃতরা হলেন মেহেন্দিগঞ্জ ছাত্রদলের মোঃ সালাউদ্দিন, মোঃ রফিকুল ইসলাম, সৈয়দ জসিম উদ্দিন ও সাইফুল ইসলাম। এ সময় তাদের ব্যবহৃত একটি সাদা রঙ্গের প্রিমো ব্র্যান্ডের গাড়ি আটক করা হয় যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ ২২-৫৬৮৮। আটককৃত ছাত্রদল কেন্দ্রীয় সভাপতির বিরুদ্ধে পল্টন, শাহবাগ ও মতিঝিল থানায় মোট ২১টি মামলা রয়েছে। এই হলো বেগম জিয়ার সোনার ছেলের অবস্থা! নীতি আদর্শ বিচ্যুত এক দল বিপদগামী দুর্নীতিপরায়ণ নেশাগ্রস্ত নেতাকর্মীদের পদে বসিয়ে গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্নে বিভোর খালেদা জিয়া। হাহাহাহ- বড়ই হাস্যের বিষয়। চোর-বাটপারদের দিয়ে যে রাজনীতি হয় না, তাতো এতো দিন তার বুঝে যাবার কথা।
২| ২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন: আদর্শ ধুইয়া পানি খামু,
পেটে না্ই ভাত,
তাইতো এই আকাম!!
৩| ২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫০
গোধুলী রঙ বলেছেন: বি এন পি ক্ষমতায় থাকলে ছাত্রলীগের সভাপতি গাড়ি পোড়ানো, চাপাতি, পিস্তল, ইয়াবা এবং বিদেশি মদ সহ গ্রেপ্তার হইতো। এইটা আর নতুন কি!!! এই বেডায় জেলে বইসা যদি ঘোষনা দেয় আমি আজ থাইক্কা আর ছাত্রদলে নাই, ছাত্রলীগ করমু তবে এই ইয়াবা গুলো সব এন্টিবায়োটিক ট্যাবলেট হই যাইবো।
৪| ২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২২
মুন্তাসীর মাসুদ বলেছেন: It's bad politics
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: কাজ বাজ!! কিছু নাই
কী আর করা বলেন!!