![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদ্যুৎ খাতে সরকারের ব্যপক উন্নয়নকে ত্বরান্বিত করতে বাংলাদেশকে সৌর বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে দেড় কোটি মার্কিন ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক যা বর্তমান বিনিময় হার অনুযায়ী এটি ১১৭ কোটি টাকার সমপরিমাণ এবং গ্লোবাল পার্টনারশিপ আউটপুটভিত্তিক এইড (জিপিওবিএ) এক্ষেত্রে বাংলাদেশেকে কারিগরি সহযোগিতা দিবে। বিশ্বব্যাংকের এ অর্থে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী লোকজনকে ২ লাখ ২৫ হাজার সোলার হোম সিস্টেম (এসএইচএস) ও দুই হাজার ৫০০টি মিনি-গ্রিড সংযোগ দিবে বর্তমান সরকার। তাছাড়া সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব এসব সুবিধা পাবে নিম্ন আয়ের পরিবাররা। বিশ্বব্যাংকের এমন সহায়তায় গ্রামীণ মানুষের সেচ কাজসহ রান্নার কাজ আরও সহায়ক ভূমিকা পালনের পাশাপাশি ছয় হাজার ৬০০ জন কৃষক সৌর পাম্প চালানোর সুযোগ পাবেন। বিশ্বব্যাংকের অনুদানে এসব প্রকল্প বাস্তবায়নে গ্রামীণ মানুষ ডিজেলচালিত পাম্পের নেতিবাচক প্রভাব থেকেও রক্ষা পাবেন এবং গ্রামাঞ্চলে পরিবেশবান্ধব শক্তি আরও বাড়বে বলে আশাবাদী বাংলার সুশীল সমাজ।
©somewhere in net ltd.