![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ-ভারতের মধ্যকার দীর্ঘদিনের ঝুলে থাকা ছিটমহল সমস্যা শেষ হচ্ছে ৩১ জুলাই মধ্যরাতে। তাই এই দিনটিকে ঘিরে দু’দেশেই চলছে ব্যাপক আয়োজন। জানা গেছে, দু’দেশের ১৬২টি ছিটমহলেই ওই দিনশেষে রাত ১২ টায় একইসঙ্গে বিভিন্ন কর্মসূচি পালন করবে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। ৬৮ বছর পর ছিটমহল সমস্যা সমাধান হওয়ায় ছিটমহলের প্রত্যেক মুসলিম বাড়িতে ৬৮টি মোমবাতি আর হিন্দু বাড়িতে ৬৮টি প্রদীপ জ্বালানো হবে। এছাড়া ছিটমহলগুলোর প্রতিটি অন্ধকার সড়ক মশাল জ্বালিয়ে আলোকিত করার পাশাপাশি ওড়ানো হবে আকাশ প্রদীপ। রাতভর চলবে নাচ-গানসহ নানা অনুষ্ঠান। ৬৮ বছরের নাগরিকত্বহীন জীবনের অবসান ঘটানোর প্রতীক হিসাবে দু’দেশের ছিটমহলবাসী এই অভিনব কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন সমন্বয় কমিটি ভারত শাখার সহ-সাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত। ২০১৫ সালের ৩১ জুলাই হচ্ছে ছিটমহলে বসবাসকারী মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন। রাষ্ট্রহীন মানুষগুলো তাদের নাগরিক অধিকার ফিরে পাওয়ায় ওই দিন মধ্যরাতের পরই ঘর থেকে বেড়িয়ে পড়বে। রাতভর ছিটবাসী নেচে-গেয়ে উল্লাসে মেতে উঠবে। এই রাতটি হবে ছিটমহলবাসীর জন্য উত্সবের রাত। ওই দিন দু’দেশের ভেতরে থাকা ছিটমহলগুলোর আনুষ্ঠানিক বিনিময় সম্পন্ন হবে। এরপর থেকে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশী এবং ভারতে অবস্থিত বাংলদেশী ৫১টি ছিটমহল ভারতীয় হয়ে যাবে। ১ আগস্ট সূর্য ওঠার আগেই মুছে যাবে ছিটমহলের নাম।
২| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৭
লেখোয়াড়. বলেছেন:
আমরা এই ইতিহাসের স্বাক্ষী।
৩| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৯:০৭
বিজন শররমা বলেছেন: যে দেশে মায়ের জঠরে শিশু নিরাপদ নয় সেদেশের নাগরিক হতে আপনাদের স্বাগত জানাচ্ছি হে ছিট মহলের অধিবাসী বৃন্দ ।
৪| ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০১
বিজন শররমা বলেছেন: যে দেশে মায়ের জঠরে শিশু নিরাপদ নয় সেদেশের নাগরিক হতে আপনাদের স্বাগত জানাচ্ছি হে ছিট মহলের অধিবাসী বৃন্দ ।
৫| ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০৭
রাবার বলেছেন: ঐতিহাসিক ঘটনা
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২৬
হাসান মাহবুব বলেছেন: এ এক ঐতিহাসিক ঘটনা।